বাংলাদেশে ঈদুল ফিতর কবে হবে তা জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটির বরাত দিয়ে আগামী সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, রমজানের ২৮তম দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আগামীকাল রোববার (৩০ মার্চ) খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
রেওয়াজ অনুযায়ী, সৌদি আরবে যেদিন ঈদ উদ্যাপিত হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সৌদি আরবে কবে ঈদ হবে, তা আজ শনিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর জানা যাবে। সেটি জানা গেলে বাংলাদেশে ঈদ কবে হতে পারে, সেটিও ধারণা করা যাবে।
তবে এবার ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য মতে। সৌদি আরবে এবার রোজা ৩০টি পূরণ হলেও বাংলাদেশে ২৯টি রোজা হতে পারে। তবে ঈদুল ফিতরের সিদ্ধান্ত নির্ভর করে চাঁদ দেখার ওপর।
بنغلادش: الاثنين 31 مارس يوم عيد الفطر السعيد.
— مركز الفلك الدولي (@AstronomyCenter) March 29, 2025
غربت الشمس الآن في بنغلادش ومن المتوقع أن عيد الفطر فيها سيكون يوم الاثنين نظرا لأن اليوم هو 28 رمضان فيها، وستكون رؤية الهلال يوم غد الأحد ممكنة فيها بالعين المجردة. pic.twitter.com/FDLCu14q2d
এর আগে, বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতওয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে গালফ নিউজ।
এরপর আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
গালফ নিউজ জানায়, আগামীকাল রোববার (৩০ মার্চ) রমজানের ২৮ তম দিনে সুর্যাস্তের সঙ্গে সঙ্গে মালয়েশিয়া খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা ঈদের শুরুর ইঙ্গিত দেয়।
এমএইচটি