রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৬

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। 

বুধবার (২ এপ্রিল) দুপুরে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ২য় ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল চালক রাজিব (১৭) জেলা শহরের কলেজপাড়া এলাকার আল-আমিনের ছেলে, এবং অটোরিকশা যাত্রী রাকিব (১৭) জেলার বিজয়নগর উপজেলার গোয়ালখলা গ্রামের মোশারফ মিয়ার ছেলে রফিকুল। বাকী তিন জনের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।


বিজ্ঞাপন


জানা যায়, জেলার শিমরাইলকান্দি থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে বিজয়নগর উপজেলার চম্পকনগর যাচ্ছিল। পথিমধ্যে সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ২য় ব্রিজের কাছে অটোরিকশাটির সাথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক রাজিব ও অটোরিকশার যাত্রীরা ছিটকে রাস্তার পাশে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে মোটরসাইকেল চালক রাজিব ও অটোরিকশার যাত্রী রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। বাকীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub