শুক্রবার, ৩ মে, ২০২৪, ঢাকা

মদিনা

সৌদি আরবের মদিনা মুনাওয়ারা। পবিত্র ও শান্তিময় এক শহর। এখানেই মসজিদে নববি। সবুজ গম্বুজের নিচে শায়িত দো-জাহানের মহান নেতা মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান। মুহাম্মদ (স) হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ নির্মিত হয়। হজের সময়ে হাজিরা হজের আগ-পরে মদিনায় অবস্থান করেন। নবীজির রওজা মোবারক জিয়ারত করেন। মদিনা ও মসজিদে নববি বিষয়ে নানা ছবি, ভিডিও এবং খবর নিয়ে সাজানো হয়েছে এই অধ্যায়।

শেয়ার করুন: