মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ডায়েট

স্বাস্থ্যকর জীবনযাপনে এই ৮ ডায়েট টিপস মেনে চলুন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

loading/img

সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভাস রপ্ত করা জরুরি। বিশেষ করে যারা শহরে থাকেন। কর্মব্যস্ততায় যাদের দিন কাটে। আপনি যদি নিরোগ ও দীর্ঘায়ু হতে চান তবে এই আটটি ডায়েট টিপস মেনে চলুন। জানুন বিস্তারিত। 

সবজি ও ফলমূল বেশি খান


বিজ্ঞাপন


পালং শাক, গাজর, টমেটো, পেঁপে এবং পেয়ারা এসব ফল ও সবজি ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ, যা ইমিউনিটি বাড়াতে এবং ত্বককে স্বাস্থ্যবান রাখতে সহায়ক।

food

বিশুদ্ধ শস্যের বদলে পূর্ণ শস্য বেছে নিন

সাদা চাল এবং পরিশোধিত গম অনেক বাড়িতে প্রধান খাদ্য হলেও, পূর্ণ শস্য যেমন বাদামী চাল, বাজরা, এবং কুইনোয়া খাওয়া হজমের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এসব শস্যে ফাইবার থাকে যা হজমকে সহজতর করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।


বিজ্ঞাপন


প্যাকিং খাবার কম খান

চিপস, কুকি, এবং রেডি-মেড খাবারের মধ্যে উচ্চ পরিমাণে লবণ এবং চিনি থাকে, যা মোটা হওয়া, হৃদরোগ, এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তাই, বাড়িতে তৈরি তাজা খাবার খাওয়া বেশি স্বাস্থ্যকর।

inner_food

প্রোটিন সমৃদ্ধ খাবারের দিকে মনোযোগ দিন

প্রোটিন মাংসপেশি মেরামত ও সুস্থ রাখার জন্য অপরিহার্য। আমাদের খাবারে ডাল, ছোলা এবং টোফুর মতো উদ্ভিজ প্রোটিনের ভালো উৎস পাওয়া যায়। মুরগির মাংস বা মাছ প্রোটিনের ভালো উৎস।

স্বাস্থ্যকর রান্নার তেল বেছে নিন

বাঙালিরাঁধুনিরা রান্নায় পরিশোধিত তেল ব্যবহৃত করেন। তবে সরিষার তেল, অলিভ তেল, বা নারকেল তেল ব্যবহার করলে হৃদরোগের ঝুঁকি কমে। এই তেলগুলোতে স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের জন্য ভালো।

food-pic

যথেষ্ট পরিমাণে পা পান করুন

পানির ভূমিকা হজম এবং ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করার চেষ্টা করুন। এছাড়া হার্বাল চা, কটনওয়াটার বা মিষ্টি লেবুর পানি ভালো হাইড্রেশন প্রদান করতে পারে।

পরিবেশন সাইজ নিয়ন্ত্রণ করুন

খাবারের পরিমাণ অনেক সময় বেশি হয়ে থাকে, তবে অতিরিক্ত খাওয়া এড়ানো জরুরি। ছোট প্লেট ব্যবহার করার চেষ্টা করুন এবং শরীরের ক্ষুধার সংকেত অনুযায়ী খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

আরও পড়ুন: খেজুর ভেবে জুজুবি ফল কিনে ঠকছেন না তো?

চিনি বা মিষ্টি পানীয় কম খান

বাঙালিদের উৎসবে মিষ্টি এবং চিনি মেশানো পানীয় সাধারণ হলেও, এগুলো অতিরিক্ত খেলে স্বাস্থ্য সমস্যা হতে পারে। সুগারি ড্রিঙ্কস বাদ দিয়ে লেবু পানি বা কোকোনাট ওয়াটার খাওয়া ভালো। মিষ্টির বদলে ফলের সালাদ বা কম চিনি দিয়ে তৈরি ডেজার্ট খাওয়া উপকারি।

এই ডায়েট টিপসগুলো অনুসরণ করলে, বাঙালিরা সুস্থ জীবনযাপন করতে পারবেন এবং দীর্ঘমেয়াদে জীবনযাত্রার সম্পর্কিত রোগগুলো এড়াতে পারবেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub