মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ঢাকা

বাখমুত থেকে পালাচ্ছে ইউক্রেনীয় সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ১০:৪৩ পিএম

শেয়ার করুন:

বাখমুত থেকে পালাচ্ছে ইউক্রেনীয় সেনারা
বাখমুত শহর থেকে পালাচ্ছে ইউক্রেনীয় সেনারা

ইউক্রেনের বাখমুত শহর থেকে পালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। তবে বাখমুতের প্রতিরক্ষা এখনও কৌশলগতভাবে মজবুত রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, ‘ইউক্রেনীয় বাহিনী বাখমুতের লড়াই থেকে সীমিতভাবে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে বলে মনে হচ্ছে।’

পূর্ব ইউক্রেনের এ শহরটিতে গত সাত মাস ধরে যুদ্ধ চলছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এখানে রাশিয়া বিজয় পেলে তা হবে তাদের ব্যয়বহুল শীতকালীন অভিযানের প্রথম বড় পুরস্কার।


বিজ্ঞাপন


টুইটারে রাশিয়া যুদ্ধের সবশেষ আপডেটে এ কথা জানিয়ে আইএসডব্লিউ বলছে, ‘ইউক্রেন এখনও এগিয়ে আসতে থাকা রুশ বাহিনীর ‘উচ্চমাত্রার ক্ষয়-ক্ষতি’ ঘটাচ্ছে।’

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত আইএসডব্লিউর মূল্যায়নে বলা হয়, “ইউক্রেন ঠিক কী চাইছে তা বলার সময় এখনও আসেনি। তবে বাখমুতের প্রতিরক্ষা এখনও কৌশলগতভাবে মজবুত রয়েছে এবং ইউক্রেনীয় বাহিনী হয়তো লড়াই করতে করতে ক্রমান্বয়ে পালাচ্ছে” – যাতে শহর এলাকায় যুদ্ধ চালিয়ে রুশ বাহিনীকে ক্লান্ত করে ফেলা যায়।

ইউক্রেনের সৈন্যরা সক্রিয়ভাবে সেরে যাচ্ছে। তবু রুশ বাহিনী শহর এলাকায় লড়াই চালিয়ে দ্রুতগতিতে খুব বেশি ভূখন্ড দখল করতে পারবে এমন সম্ভাবনা কম – বলছে আই এস ডব্লিউ। কারণ, সেখানে অসংখ্য ফাঁদ পাতা আছে।

সূত্র : বিবিসি


বিজ্ঞাপন


এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর