বাবা সেলিম খানের সঙ্গে সালমানের সম্পর্কটা অন্যরকম। মাঝে মাঝেই ছেলের বিভিন্ন দিক নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেন তিনি। সালমান কেন বিয়ে করেন না সে সম্পর্কেও দেন ব্যাখ্যা। এবার দিলেন অবাক করা এক তথ্য। মাসের পর মাস পুত্রের সঙ্গে কথা বলা বন্ধ রাখেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, ছেলের সব কাজই তাকে সন্তুষ্ট করতে পারে না। আর তখন তিনি ছেলেকে শাস্তি দিয়ে সঠিক পথে নিয়ে আসতে চান। কী করেন সেলিম?
তার কথায়, “ওর কোনো কাজ আমার অপছন্দ হলে বা ও ভুল করেছে বলে মনে হলে আমি কথা বলাই বন্ধ করে দিই। তখন হয়তো কোনও দিন আমি জানলার পাশে বসে আছি, সালমান পাশ দিয়ে হেঁটে চলে গেল। আমার সঙ্গে কথা না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল।”
এভাবে চলে মা মতো। কথা হয় না বাবা-ছেলের। এক সময় নত স্বীকার করেন সালমান। বাবার কাছে এসে ক্ষমা চান। তিনি বলেন, “তারপর একদিন ও আমার কাছে আসে। বলে, ‘আমি যা করেছি ভুল করেছি, ক্ষমা করে দাও’।”
সেলিম মনে করেন এটা মনুষ্যত্বের লক্ষণ। আর সেটাই তিনি ছেলেকে শেখাতে চান। তার কথায়, “যখন কোনো মানুষ সাফল্য পায়, তখন সে মানুষ হিসাবে নিজের উন্নতির কথা ভুলে যায়।”
ঈদে মুক্তি পেয়েছে সালমানের ছবি সিকান্দার। এতে তার বিপরীতে রাশমিকা মান্দানা। ছবিটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস।