নারী তারকাদের জনতার হাতে হেনস্টার ঘটনা নবিওতুন নবা। মাঝে মাঝেই শোনা যায় এরকম। কদিন আগে টলিউড তারকা শ্রাবন্তীকে ছুয়ে দেন এক এক দর্শক। এবার ভিড়ের মধ্যে দক্ষিণী তারকা শ্রীলীলার হাত ধরে টানাটানি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ঘটনাটি গতকাল রোববার রাতের। এরইমধ্যে সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখে বোঝা গেছে, কার্তিক-শ্রীলীলা একপ্রস্ত শুটিং সেরে সম্ভবত অন্যত্র যাচ্ছিলেন। শ্রীলীলা পোশাকের ওপরে তোয়ালে জড়ানো। সামনে কিছুটা দূরত্ব রেখে হাঁটছিলেন ছবির নায়ক।
বিজ্ঞাপন
তাদের ঘিরে রাস্তার দুই পাশে উৎসুক জনতার ভিড়। সেই ভিড় থেকে আচমকা এক ব্যক্তি অভিনেত্রীর হাত ধরে টান দেন। এরপরই ভিড়ে মিশে যান। কাণ্ড দেখে হতচকিত নিরাপত্তারক্ষীরাও। যদিও নিমেষে তারা বিষয়টি সামলে নেন। জনতার হাত থেকে উদ্ধার করেন শ্রীলীলাকে।
এদিকে পলকে ঘটে যাওয়ায় আঁচ করতে পারেননি সামনে থাকা কার্তিক। পরে অবশ্য ঘটনা বুঝতে পেরে এগিয়ে যান শ্রীলীলার কাছে। ততক্ষণে বিপদমুক্ত অভিনেত্রী।
বিজ্ঞাপন
শ্রীলীলা এখন ব্যস্ত ‘আশিকি’ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘আশিকি ৩’-এর শুটিংয়ে। দার্জিলিংয়ে বসানো হয়েছে সেট। সেখানেই অপ্রত্যাশিত এ অভিজ্ঞতার সম্মুখীন হন লীলা। অনুরাগ বসুর পরিচালনায় ‘রাফ অ্যান্ড টাফ’ লুক কার্তিকের। পাগল প্রেমিক হিসেবে দেখা যাবে। তার বিপরীতে থাকবেন শীলীলা।