শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

টাকার জন্য ৫০ নাম্বার বউ হতেও সমস্যা নেই: মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢাকাই সিনেমার আলোচিত ও সমালোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। সাম্প্রতিক বছর গুলোতে ঢালিউড সুপারস্টার শাকিব খান, জয় এবং অভিনেত্রী তমা মির্জাকে পুঁজি করে নেটিজেনদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছেন।

ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে বরাবরই সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এবার জানালেন টাকার জন্য ৫০ নাম্বার বউ হতেও তার কোনো সমস্যা নেই।


বিজ্ঞাপন


misty_jannat সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রীকে উপস্থাপিকা প্রশ্ন করেন বিভিন্ন প্রেমিকের বিষয় সর্ম্পকে। প্রেমিকরা ভালো আছেন কিনা তারা এখন কোথায় আছেন তাদের সাথে সময় দেওয়া হয় কিনা।

সিনিয়র না হলে জয়কে ধরে থাপড়াতাম: মিষ্টি জান্নাত

এক পর্যায়ে তাকে বলা হয় যে এই ঈদে সালামি কার কাছ থেকে কত পেয়েছেন? তিনি বলেন, ‘সবার কাছ থেকেই পেয়েছি।’ সবার সাথে মানে কি, কত জনের সাথে আপনি প্রেম করেন? উত্তরে মিষ্টি বলেন, ‘১০ থেকে ১৫ জন।’ কিভাবে সম্ভব? তিনি বলেন, ‘আমি কারও মন ভাঙ্গতে চাইনা। মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা একই কথা তাই সবার সাথে সর্ম্পক রেখেছি।’

misty_jannat_1


বিজ্ঞাপন


তাকে প্রশ্ন করা হয় ধরেন কারো অনেক টাকা আছে আবার বিবাহিত তখন কি আপনি সেই ছেলেকে বিয়ে করবেন। মিষ্টি জান্নাত বলেন, ‘টাকার জন্য ৫০ নাম্বার বউ হতেও সমস্যা নেই।’  

সুখবর দিলেন মিষ্টি জান্নাত

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন তিনি। অল্প সময়ের ক্যারিয়ারে আলোচনার থেকে বেশি সমালোচিত হয়েছেন তিনি। ক্যারিয়ারে অভিনয় করছেন মাত্র পাঁচটি সিনেমায়।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর