শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইন্ডিয়ান আইডলে প্রথম বাঙালি চ্যাম্পিয়ন, কত লাখ রুপি পেলেন পুরস্কার?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ভারতের জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৫তম আসরে সেরার মুকুট উঠেছে বাঙালি মেয়ের মাথায়। টানা আট মাসের প্রতিযোগিতায় নানা ধাপ পেরিয়ে কণ্ঠের যাদুতে দর্শকদের মন জয় করেছেন। সবাইকে পেছনে ফেলে এবারের আসরে বিজয়ীর হাসি হাসলেন মানসী ঘোষ। গত শনিবার-রোববার (৫-৬ এপ্রিল) দুইদিন গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান শেষে বলিউড তারকারা এবং বিচারকারা পুরস্কার তুলে দেন মানসীর হাতে। 

67f347226213e-indian-idol-15-winner-manasi-ghosh-073140174-16x9-ezgif.com-avif-to-jpg-converter


বিজ্ঞাপন


এদিকে রোববার রাতে সোনি টেভি এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে, ‘এতদিনের সফর শেষে, মানসী শুধু একটি খেতাব জেতেননি, তিনি কোটি মানুষের ভালোবাসা জিতেছেন। আজ অনুষ্ঠানিক ভাবে তার নাম ঘোষণা করা হল।’

বলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া!

বিজয়ী হওয়ার অনুভূতি জানতে চাইলে ভারতীয় গণমাধ্যমে মানসী বলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি ট্রফি জিতেছি। এত মানুষের ভালোবাসা পেয়ে আবেগাপ্লুত। এই মুহূর্তে বেশি কিছু বলতে পারছি না। আমার মাথায় অনেক কিছু ঘুরছে। সবাইকে ধন্যবাদ জানায়।’

hq720_(1)


বিজ্ঞাপন


চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ‘ইন্ডিয়ান আইডল ১৫’-এর ট্রফি, একটি নতুন গাড়ি এবং ২৫ লক্ষ নগদ রুপি।

এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন শুভজিৎ চক্রবর্তী। তৃতীয় হয়েছেন স্নেহা শঙ্কর।

মা হারালেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ

এবারের আসরে উপস্থাপনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ পুত্র আদিত্য নারায়ণ। বিচারকের আসনে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক বিশাল দাদলানি, শ্রেয়া ঘোষাল ও র‍্যাপ সংগীতশিল্পী বাদশা।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন