শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

সহকর্মীর অনৈতিক প্রস্তাব, যা করেছিলেন হাংসিকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

loading/img

সৌন্দর্য ও অভিনয় দিয়ে বলিউড ও দক্ষিণী অঙ্গন মাতিয়ে রেখেছেন হংসিকা মোতওয়ানি। তার রূপে মুগ্ধ সহকর্মীরাও। একবার তো মাত্রা ছাড়িয়েছিলেন এক অভিনেতা। করেছিলেন ঊরু ছোঁয়ার আবদার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ঘটনাটি ঘটেছিল ‘পার্টনার’ নামে একটি দক্ষিণী ছবিকে কেন্দ্র করে। ২০২৩ সালে নির্মিত ওই সিনেমায় হংসিকার সহকর্মী ছিলেন রোবো শঙ্কর। শুটিং চলাকালীন হংসিকায় বুদ হয়েছিলেন তিনি। পাগল হয়েছিলেন তার পা ছুঁতে। তবে তাতে সম্মতি দেননি হংসিকা। ‘পার্টনার’-এর প্রচারণায় এসে রেবো নিজেই জানিয়েছিলেন কথাগুলো।

prothomalo-bangla_2024-09-03_he0wsofb_Photo_by_Hansika_Motwani_on_July_01,_2023._(1)

ওই অনুষ্ঠানে হংসিকাকে রোবো শঙ্কর ‘মোমের পুতুল’ বলে ডেকেছিলেন। এমনকি ‘ময়দার দলা’র সঙ্গে হংসিকার দেহের বর্ণনা করেছিলেন রোবো।

রোবো বলেছিলেন, “আমি হংসিকার কাছে অনেক অনুরোধ করেছিলাম, যাতে একটা দৃশ্যে ওর পা আর ঊরু স্পর্শ করতে পারি। আমি রীতিমতো ওর পায়ে পড়ে গিয়েছিলাম। শুধুই ওর পদযুগল স্পর্শ করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু ও রাজি হয়নি।”

Hansika_Motwani_case_1743760537982_1743760555245

সেসময় মঞ্চে উপস্থিত ছিলেন হংসিকাও। রেবোর কথায় রীতিমতো অস্বস্তি বোধ করছিলেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুচকি হাসছিলেন। যদিও পরে রেবোর হয়ে অভিনেত্রীর কাছে ক্ষমা চান ছবির আরেক অভিনেতা জন বিজয়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন