ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এবার রাজশাহীর রাজপথে নেমেছেন মেডিকেল ও নার্সিংয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (৭ এপ্রিল) নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করেন। কর্মসূচি থেকে তারা ইসরায়েলি সকল পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে এবং ইসলামী ব্যাংক নার্সিং কলেজের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কলেজ দুটির শিক্ষক, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারি, চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, ফিলিস্তিনে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে আর কখনো ইসরায়েলি পণ্য ব্যবহার করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। কর্মসূচি থেকে ইসরায়েলের সকল পণ্য বয়কট করা হলো। এ সময় দেশীয় পণ্য ব্যবহারের প্রতি উদ্বুদ্ধ করেন তারা।
বিজ্ঞাপন
প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন— ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. কাজী মহিউদ্দিন, গাইনি বিভাগের প্রধান প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিকা, এনেসথেসিয়া বিভাগের প্রধান প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, অর্থপেডিক্স বিভাগের প্রধান প্রফেসর ডা. আব্দুর রশিদ, মেডিসিন বিভাগের প্রধান ডা. আব্দুল্লাহ আল কাফী, প্রফেসর ডা. মামুনুর রশিদ ও পেডিয়াট্রিক্স বিভাগের প্রধান ডা. মফিজুল ইসলাম প্রমুখ। এছাড়া ইসলামী ব্যাংক নার্সিং কলেজ প্রিন্সিপাল রওশন আক্তারা বেগম, প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মিলন কর্মসূচিতে অংশ নেন।
প্রতিনিধি/টিবি