শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

কারিনা সুবিধার মেয়ে না, সাইফকে সাবধান করেছিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

কারিনা সুবিধার মেয়ে না, সাইফকে সাবধান করেছিলেন অক্ষয়

প্রেমিক শাহিদ কাপুরকে ছেড়ে সাইফ আলী খানের হাত ধরেছিলেন কারিনা কাপুর। সাইফও গ্রহণ করেছিলেন অভিনেত্রীর প্রেমের প্রসাদ। তারপর তো চলছিল চুটিয়ে প্রেম। তবে সে সময় সাইফকে শুনতে হয়েছিল, কারিনা সুবিধার মেয়ে না। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

নিশ্চয়ই প্রশ্ন জাগছে, কে সেই ব্যক্তি যিনি কারিনার নামে সাইফের কাছে এমন বদনাম করেছিলেন। তিনি আর কেউ নন, পর্দার খিলাড়ী অক্ষয় কুমার। তার-ই স্ত্রী টুইঙ্কল খান্নার কাছে এক অনুষ্ঠানে কারিনা ফাঁস করেছিলেন বিষয়টি।


বিজ্ঞাপন


saif-karina-20240926222029_20241110_113924519

কারিনা বলেছিলেন, “অক্ষয় আঁচ পেয়েছিল, আমি আর সাইফ প্রেম করছি। একদিন অক্ষয় কথা বলার জন্য সাইফকে এক কোণে নিয়ে গিয়েছিল। ও সাবধান করতে বলেছিল, ‘মন দিয়ে শোনো। ও কিন্তু সাংঘাতিক মেয়ে। ওর পুরো পরিবারই ভয়ঙ্কর। আমি ওদের ভালো করে চিনি। তাই যা করবে, ভেবেচিন্তে কোরো।’ এ কথা শুনে সাইফ জানিয়েছিল, ও আমাকে বুঝে গিয়েছে। ও সবটা সামলে নেবে।”

‘টশন’সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন কারিনা-সাইফ। এ ছবির শুটিং চলাকালীন জড়ান সম্পর্কে। যা গড়ায় বিয়েতে। ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন দুজন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর