রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধর্ষণ থেকে বাঁচতে যুবকের পুরুষাঙ্গ কাটলেন তরুণী

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

loading/img

নেত্রকোনার পূর্বধলায় কলেজ পড়ুয়া এক ছাত্রী (২০) ‘ধর্ষণ’ থেকে বাঁচতে পারভেজ মিয়া (২৫) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন পারভেজকে উদ্ধার করে সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যার আগে পূর্বধলা সরকারি কলেজসংলগ্ন রাজধলা বিল পাড় এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


 আহত পারভেজ উপজেলার তারাকান্দা এলাকার বাসিন্দা।

এলাকার কয়েকজন বাসিন্দা, ওই ছাত্রী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী উপজেলা সদরের একটি মহিলা ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আজ সোমবার বিকেলে মেয়েটি ওই যুবকের সঙ্গে দেখা করতে উপজেলা সদরের রাজধলা বিল পাড়ে যান। এ সময় ওই যুবক তার বন্ধু পারভেজকে মোবাইলফোনে কল করে সেখানে ডেকে আনেন। পরে তারা দুই বন্ধু মিলে বিলের পশ্চিম পাশে বাগানের একটি পরিত্যক্ত ঘরে তরুণীকে জোর করে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তিনি পারভেজের পুরুষাঙ্গ কেটে ফেলেন। পরে স্থানীয় লোকজন পারভেজকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় স্থানীয় লোকজন ওই তরুণীকে অবরুদ্ধ করে ঘটনার বিষয় জানতে চান। এ সময় ওই তরুণীর বক্তব্য ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। ইতোমধ্যে তা ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন

নারীর সঙ্গে বিএনপি নেতার নগ্ন ছবি ধারণ করে ব্ল্যাকমেইল

ওই তরুণীর দাবি, তার জাহিদ মিয়া (২৫) নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিকেল চারটার দিকে জাহিদের সঙ্গে দেখা করতে রাজধলা বিলপাড়ে যান। এ সময় জাহিদ ফোনে পারভেজকে সেখানে ডেকে নেন। পরে তারা দু’জন মিলে তাকে জোর করে পরিত্যক্ত ঘরটিতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটি বলেন, আমি কোনো উপায় না দেখে নিজেকে বাঁচাতে আমার ব্যাগে থাকা একটি ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করেছি। এ ছাড়া আমার কোনো আর কোনো পথ ছিল না। তারা দু’জন জোর করে আমাকে ধর্ষণ করতে চেয়েছিলেন।


বিজ্ঞাপন


এ ব্যাপারে পারভেজ মিয়া অসুস্থ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। আর ঘটনার পর থেকে জাহিদ মিয়াও পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইলফোনও বন্ধ পাওয়া গেছে।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোহাম্মদ সোহেল রানা বলেন, পারভেজের পুরুষাঙ্গের মাঝামাঝি অর্ধেক কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম  বলেন, লোকজনের কাছে খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ গিয়ে ওই তরুণীকে পায়নি।   তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর