শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘কিছু না পেলেও এখন খুশি থাকি’, বিচ্ছেদের পর ধর্মে মন তামান্নার? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

তামান্না ভাট ও বিজয় ভার্মার সম্পর্কের তরী ডোবার খবর কারও অজানা নেই। কারণও হয়েছে রাষ্ট্র। শিগগির বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন তামান্না। তাতেই বেঁকে বসেন প্রেমিক বিজয়। ফলে সম্পর্কে দাড়ি টানেন নায়িকা।

এদিকে আগে থেকেই ধর্মভীরু তামান্না। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন বিষয়টি। সামাজিক মাধ্যমেও দেখা গেছে। তবে কি বিচ্ছেদের পর আধ্যাত্মিকতায় আরও বুঁদ হয়েছেন অভিনেত্রী? উঠেছে প্রশ্ন।

1714388293_tamanna-1_20240910_161244212_20250306_122257029

ভারতীয় সংবাদমাধ্যমকে এর আগে একবার ধর্মকর্ম নিয়ে তামান্না বলেছিলেন, “যোগকেন্দ্রে গিয়ে আমি অনেক উপকার পেয়েছি। ধ্যান ও সাধনার মাধ্যমে ওরা আমার জীবন বদলে দিয়েছে। ধ্যান করেই আমি জীবনের সবচেয়ে বড় সুখ পেয়েছি।এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”

অভিনেত্রী জানিয়েছেন ধর্মকর্ম থেকে নতুন বোধ জেগেছে তার। নিজেকে সুখী রাখতে শিখেছেন তিনি। তার কথায়, “কিছু পেলেই আমি খুশি হব, এমন কিন্তু নয়। কিছু না ঘটলেও বা না পেলেও আমি এখন খুশি থাকতে পারি।”

tamanna-20230103153539_20240203_185741481_20240829_154043105_20250306_122310913

তার কথায়, “জীবন ও বেঁচে থাকার প্রতি আমার ক্ষুধা রয়েছে। তবে এমন নয় যে, আমারও কখনও সময় খারাপ যায় না। কিন্তু আমি ওই খারাপ সময় থেকে এখন দ্রুত বেরিয়ে আসতে পারি। তাই আমিও যোগসাধনা করার অনুরোধ জানাব সকলকে।”

২০২৩-এ বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তামান্না-বিজয়কে। সে বছরের শুরুতে গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য। অপেক্ষা ছিল গাঁটছড়া বাঁধার। কিন্তু তার আগেই বাজল বিচ্ছেদের সুর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর