রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:২০ এএম

শেয়ার করুন:

loading/img

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে মাহিম (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার লক্ষ্মটারী ইউনিয়নের মহিপুর এলাকার তিস্তা নদীতে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান বিষয়টি নিশ্চিত করেছেন। ‍

মাহিম উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাচড়া মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। সে চেংমারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়িতে না জানিয়ে মাহিম তার বন্ধুদের সঙ্গে তিস্তা নদীপাড়ে ফুটবল খেলতে যায়। সেখানে ফুটবল খেলার পর অন্য বন্ধুদের সঙ্গে তিস্তায় গোসলে নামে। নদীতে গোসল করে সবাই বাড়িতে ফিরলেও মাহিমের সন্ধান পায়নি তার বন্ধুরা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুঁজির পর মাহিমকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু রায়হান বলে, আমরা ১০ জন একসঙ্গে নদীতে ফুটবল খেলতে যাই এবং খেলা শেষে আমরা কয়েকজন গোসল করতে পানিতে নামি। তবে মাহিম সাঁতার জানত না এজন্য তাকে আমরা নামতেও দিইনি। কিন্তু সবার অগোচরে সে পানিতে নামে। আমরা সবাই উঠলেও সে উঠতে পাড়ে নাই। পরে অনেক খোঁজাখুঁজি করার পর পানি থেকে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসি।


বিজ্ঞাপন


গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ওসি মো. আল এমরান বলেন, তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহিম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে থানায় অপমৃত্যু মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর