টানা ২০ বছরেরও বেশি সময় ধরে টেলিভিশনে সম্প্রচার হচ্ছে গোয়েন্দা ও অ্যাকশন নির্ভর সিরিজ সিআইডি। সম্প্রতি গুঞ্জন ওঠে ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র এসিপি প্রদ্যুমান মারা গেছেন। এরপরই গত শনিবার (৫ এপ্রিল) সনি টিভি জানায় এসিপি প্রদ্যুমান চরিত্র থেকে সরে যাচ্ছে শিবাজী সত্যম। তাই পর্দায় তাকে মৃত দেখান হয়েছে।
অভিনেতা সিআইডি ছাড়ার ঘোষণায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে নেটিজেনদের। এসিপি চরিত্রকে ঘিরে জল্পনা শুরু হয়। প্রদ্যুমান অধ্যায়ের শেষে কে হবেন নতুন এসিপি?
বিজ্ঞাপন
মৃত্যুর মাধ্যমে সিআইডি থেকে সরছেন এসিপি প্রদ্যুমান!
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিআইডি থেকে এসিপি প্রদ্যুমানের বিদায়ের পর নতুন এসিপি হিসেবে দেখা যাবে অভিনেতা পার্থ সামথানকে। তার চরিত্রের নাম এসিপি আয়ুষ্মান। বিষয়টি এক্স হ্যান্ডেলের এক পোস্টের নিশ্চিত করেছে সনি টিভি।
জনপ্রিয় টিভি সিরিজ সিআইডিতে সদ্য নিয়োগ পাওয়া এই অভিনেতা বলেন, ‘এসিপি প্রদ্যুমানের মতো বিশাল ভূমিকা পালন করা আসলে অনেক বড় দায়িত্ব। আমি এসিপি আয়ুষ্মান হিসেবে নিয়োগ পেয়েছি। এটি একটি নতুন চরিত্র, নতুন গল্প। আমরা গল্পটিকে নতুন রোমাঞ্চ এবং সাসপেন্সের সাথে এগিয়ে নিয়ে যাব।’
বিজ্ঞাপন
এদিকে এসিপি চরিত্রের জায়গায় পার্থের নাম ঘোষণা করায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছে টেলিভিশন কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ার মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। এক ভক্ত লিখেছেন, ‘আমার মনে হয় এটি কেবল ক্যামিও। এসিপি প্রদ্যুমন ফিরে আসবেন! এসিপি প্রদ্যুমন নেই, সিআইডিও নেই।’
দর্শকমহলে এসিপি চরিত্রে আলোচনায় আছে সিআইডিতে দীর্ঘ অভিনয় করা অভিজিৎ ও দয়া। এক ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, ‘এটা কোনোভাবেই সম্ভাব না। অভিজিৎ এবং দয়ার মতো সিনিয়র অফিসাররা যখন আছেন তখন পার্থ কীভাবে এসিপি হবেন?’
ইএইচ/