ঢালিউড মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখতে মুখিয়ে থাকে অভিনেতার অনুরাগীরা। তার সঙ্গে অভিনয় করার স্বপ্ন নিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন বর্তমান সময়ের উঠতি নায়িকারা। এবার কিং খানের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে উচ্ছ্বাসের কথা জানালেন অভিনেত্রী নিদ্রা নেহা।
বিজ্ঞাপন
ছোটবেলা থেকেই নাচ শিখতেন, এরপর মডেলিং থেকে বড়পর্দায়। ক্যারিয়ারের শুরুতেই বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। এছাড়া অভিনয় করেছেন জনপ্রিয় নাটক, সিনেমা ও ওয়েব সিনেমায়। দীর্ঘদিন অভিনয় করলেও শাকিবের বিপরীতে এবারই প্রথম।
মেগাস্টার শাকিবের পরবর্তী সিনেমা ‘তাণ্ডব’- এ দেখা যাবে অভিনেত্রীকে। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘একেবারেই হুট করেই ছবির সাথে যুক্ত হওয়া। এই সিনেমা দিয়ে আমার দুটো স্বপ্ন একসঙ্গে পূরণ হয়েছে। শাকিব খানের সঙ্গে কাজের স্বপ্ন ছিল, তার মতো বড় মাপের তারকার সঙ্গে একই ফ্রেমে কাজ করছি। আমার জন্য অনেক বড় ব্যাপার।’
বিজ্ঞাপন
তিনি যোগ করেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করা, আগে বিভিন্ন সাক্ষাৎকারে এটা নিয়ে কথা বলেছি। ‘তাণ্ডব’ দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো।’
‘তাণ্ডব’ সিনেমার শুটিং কেমন চলছে এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘মাত্র কয়েকদিন শুটিং হয়েছে। এই প্রথম এত বড় আয়োজনের সিনেমায় কাজ করছি; খুবই টেনশনে ছিলাম। এখনও টেনশনে আছি। সব সময় মনে হয়, ঠিকঠাকভাবে শেষ করতে পারব তো!’
মার্চের দ্বিতীয় সপ্তাহে শাকিব খানের ‘তাণ্ডব’ শুরু
সবশেষ তিনি বলেন, ‘আমার চরিত্রটি যেহেতু পুরোপুরি অ্যাকশনধর্মী অনেক প্রস্তুতিরও ব্যাপার আছে। এখন এসব নিয়েই কাজ করছি।’
বলে রাখা ভালো, এবারের ঈদে অভিনেত্রী এক গুচ্ছ নাটকে কাজ করেছেন। এরমধ্যে উল্লেখ্যযোগ্য, ‘লাভ মি মোর’ , ‘তবুও তোমাকে চাই’।
ইএইচ/