ঈদের ছুটি জমিয়ে কাটাতে হলমুখী হয়েছেন দর্শক। উৎসবকে ঘিরে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো দেখছেন বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে। কোনো সিনেমা মন ভরাচ্ছে দর্শকের। কোনোটা করছে বিরক্ত। এই যেমন জ্বীন ৩ সিনেমাটি দেখে টিকিটের টাকা ফেরত চাইছেন কেউ। আবার কেউ বলছেন ভয় পাননি সিনেমাটি দেখে।
জ্বীনের শো শেষে সংবাদকর্মীদের কাছে প্রতিক্রিয়া জানানোর একটি ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। যেখানে অধিকাংশ দর্শককে বলতে শোনা যাচ্ছে, সিনেমাটি দেখে ভয় পাইনি। এক দর্শককে টিকিটের টাকাও ফেরত চাইতে শোনা গেল।
বিজ্ঞাপন
‘জ্বীন ৩’- অভিনয় করেছেন আব্দুন নূর সজল। তার বিপরীতে নুসরাত ফারিয়া। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। ছবিটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া।
‘জ্বীন’ সিরিজের তৃতীয় সিনেমা ‘জ্বীন ৩’। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম কিস্তি ‘জ্বীন’। গেল বছর প্রেক্ষাগৃহে আসে ছবির দ্বিতীয় অধ্যায় ‘মোনা: জ্বীন-২’। এবার রোজার ঈদে আসছে ‘জ্বীন ৩’।