ব্যতিক্রমধর্মী গল্পে নির্মিত ‘লাপাতা লেডিস’ মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আমির খানের প্রযোজনা ও কিরণ রাও নির্মিত ছবিটি অস্কার মঞ্চে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করছিল। এতো অর্জনের মাঝে নতুন বির্তকের মুখে নির্মাতা। এবার ‘লাপাতা লেডিজ’র বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ।
বিজ্ঞাপন
বিয়ের পর দুই নববধূর পাল্টে যাওয়ার গল্প নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি বেশ মনে ধরেছিল দর্শকদের। চলতি বছরে অস্কারের জন্য ‘লাপাতা লেডিজ’ এর প্রচার শুরু হয় মার্কিন মুলুকে। বিদেশি দর্শকের কথা মাথায় রেখে ছবির নাম বদলে রাখা হয় ‘লস্ট লেডিজ’।
সম্প্রতি এক্সে দ্য স্কিন ডিরেক্টর নামের এক অ্যাকাউন্ট থেকে বোরখা সিটির ক্লিপস শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ অস্কারের জন্য মনোনীত হয়েছিল মৌলিক গল্পের সিনেমা হিসেবে। তবে এটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আরবি সিনেমা ‘বোরখা সিটি’র রিমেক বলে মনে হচ্ছে।’
অস্কার থেকে ছিটকে পড়ল ‘লাপাতা লেডিজ’, স্বপ্নভঙ্গ বাংলাদেশেরও
বিজ্ঞাপন
অভিযোগ করা হয়েছে ১৯ মিনিটের স্বল্পদৈর্ঘ্যে ছবি ‘বোরখা সিটি’র প্রায় পুরোটাই চুরি করেছেন পরিচালক কিরণ। এমনটি অভিযোগ তুলতে শুরু করেছেন নেটাগরিকেরা। তাদের দাবি কিছু কিছু দৃশ্যে হুবহু অনুকরণ করেছেন নির্মাতা। ‘বোরখা সিটি’পরিচালনা করেছিলেন ফ্র্যাব্রিস ব্র্যাক।
‘বোরখা সিটি’ সিনেমার দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ‘লাপাতা লেডিস’ নিয়ে কটাক্ষের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।
এর আগে পরিচালক মহাদেবন অভিযোগ করেন তার ছবি ‘ঘুঙ্গট কে পট খোল’র অনুকরণ এই ছবি। যদিও সেই সময় কিরণ এই বিতর্ক প্রসঙ্গে জানান, তিনি মহাদেবনের এই ছবি দেখননি।
‘লাপাতা লেডিস’-এর ফুল, কনটেন্ট ক্রিয়েটর থেকে নায়িকা হলেন যেভাবে
কিরণ তার ছবিতে পিতৃতন্ত্র থেকে নারীর ক্ষমতায়ণের বিষটির ওপর গুরুত্ব দিয়েছেন। প্রায় একই পদ্ধতিতে এই দুই ছবিও সেই গল্পই বলছে। যদিও ‘লাপাতা লেডিজ’ ছবি নিয়ে সৃষ্টি হওয়া নতুন বিতর্কে এ পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি।