খুলনা মহানগরীর মম মার্কেটের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মৃতের নাম মো. ওবায়দুল ইসলাম (৩৩)। তিনি খুলনা নগরীর লবণচরা থানার মোহাম্মদনগরের সাহার উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল মুরগির গাড়ির ছাদে উঠে কাজ করার সময় দুর্ঘটনাবশত ওপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ির নিচে পড়ে যান এবং অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ আলী বলেন, যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উক্ত ঘটনায় লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এমইউ