শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

পরমব্রতকে ইমরান হাশমির সঙ্গে তুলনা করলেন কৌশানি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

টলিউড সিনেমার গুনী পরিচালক সৃজিত মুখার্জি নির্মিত ‘কিলবিল সোসাইটি’। সেখানেই প্রথমবার জুটি বেঁধেছেন কৌশানি মুখার্জি এবং পরমব্রত চ্যাটার্জি। ২০১২ সালে নির্মিত ‘হেমলক সোসাইটি’ সিকুয়্যাল এটি।

ন্যাড়া মাথার পরমব্রত, বাড়ল রহস্য  


বিজ্ঞাপন


‘কিলবিল সোসাইটি’ সিনেমায় প্রথমবার চুম্বন দৃশ্যে অভিনয় করলেন অভিনেত্রী। সেই চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্য বেশ বেগ পোহাতে হয়েছে কৌশানীকে। সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে পরমব্রতকে বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমির সঙ্গে তুলনা করলেন এই অভিনেত্রী। 

488159329_1213485420144445_6570832618084039841_n

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক স্বাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “সৃজিতদা আমাকে প্রথম ফোন করে ডেকে জিজ্ঞাসা করেন, ‘তোর চুমু খেতে অসুবিধা আছে?’ আমি বলেছিলাম, ‘হ্যাঁ, অসুবিধা তো নিশ্চয়ই আছে।’ তারপর সৃজিতদা জানান, সিনেমায় চুমু খাওয়াটা চিত্রনাট্যের জন্য জরুরি। আমি চিত্রনাট্য শুনলাম, শুনে আর না বলার প্রশ্নই ছিল না। কী অসাধারণ গল্প! সৃজিতদার সঙ্গে আমিও সহমত, কিছু জায়গায় গল্পের খাতিরে ওই দৃশ্যটা প্রয়োজনীয়। আর চুমু খাওয়াটাই তো সব নয়। বুঝেছিলাম ওই চরিত্রের নিশ্চয়ই অন্য অনেক কিছু করার আছে, তারপর কথাবার্তা এগিয়ে যায়।”

কবে বিয়ে করছেন বনি-কৌশানি— জানালেন নায়িকার বাবা


বিজ্ঞাপন


চুম্বন দৃশ্যে নিজেকে মানিয়ে নেওয়ার কথা স্মরণ করে তিনি বলেন, “এখন এটা অনায়াসে বলতে পারি, আমার অভিনীত সেরা চরিত্র এটি। পর্দায় ঠোঁট ঠাসা চুমু খাওয়া নিয়ে আমার এত বিরোধিতা সেই জায়গায় নিজেকে মানিয়ে নিয়েছি এই চরিত্রের জন্য। এর আগে কিন্তু বনির সঙ্গেও পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করিনি।”

1741787019_look-2_20250313_175109960

চুম্বন দৃশ্যের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেন? এমন প্রশ্নের জবাবে কৌশানী মুখার্জি বলেন, “আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হয়নি। সেটে ‘ইন্টিমেসি কোঅর্ডিনেটর’ থাকেন। স্বাচ্ছন্দ হতে অনেকটা সাহায্য করেছেন তিনি। শটের আগে আমি ভীষণ চাপে ছিলাম। সকাল থেকে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কারো সঙ্গে কথা বলছিলাম না। আমার বিপরীতে পরমদা, পরমব্রত চ্যাটার্জি। পরমদা তো ইমরান হাশমি, দারুণ চুমু খায়। পর্দায় অনেককে চুমু খেয়েছে। তবে সৃজিতদাকে বলে রেখেছিলাম, এটা যেন এক টেকেই হয়ে যায়। এই দৃশ্যের রিটেক করা যাবে না।”

1741787299_3-11_20250313_174823868

বলে রাখা ভালো, পরমব্রত-কৌশানী ছাড়াও ‘কিলবিল সোসাইটি’ সিনেমায় অভিনয় করেছেন— পরমব্রতকে ইমরান হাশমির সঙ্গে তুলনা করলেন কৌশানি ছবি পরিচালনা ও চিত্রনাট্য রচনা করেছেন সৃজিত মুখার্জি। সিনামেটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ এপ্রিল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub