বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

তামিম ইকবালের জন্য শাকিবের প্রার্থনা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

loading/img

হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। দুশ্চিন্তায় ডুবে গেছে দেশের ক্রিকেটপ্রেমীরা। কায়মনোবাক্যে সুস্থতা কামনা করছেন তামিমের। ঢালিউড সুপারস্টার শাকিব খানও প্রার্থনা করছেন তামিমের জন্য। 

আজ সোমবার তামিমের অসুস্থতার খবর ছড়ানোর শাকিব নিজের ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।


বিজ্ঞাপন


শাকিবের অনুসারীরাও মন্তব্যের ঘরে তামিমের সুস্থতা কামনা করেছেন। কেউ লিখেছেন, প্রিয় তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। অন্য একজনের কথায়, দোয়া করি সুস্থ হয়ে যাক।

আজ সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকিএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। তামিমের হার্টে এনজিওগ্রাম হয়েছে। তাতে ব্লক ধরা পড়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন