শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল 
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যে উদ্দেশ্য শহীদরা রক্ত দিয়েছে, সেই গণতন্ত্র একটি নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। কাজেই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি, তার জন্য যৌক্তিক সময়েই এই সরকার প্রদক্ষেপ নিবে। সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশের জনগণ ভোট প্রয়োগ করবে এটিই আমাদের সবার প্রত্যাশা।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষে আয়োজিত মিট দ্যা প্রেসে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত বৃথা যাবে। 

তিনি বলেন, নির্বাচনের দাবি কিন্ত বাংলাদেশের সাধারণ মানুষের। তারা ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেননি। প্রায় তিন কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়া সত্বেও, তারা নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এ দেশের মানুষ ও জনগণ করেছে।

এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর