পূর্ব নির্ধারিত ঘোষণানুযায়ী রোজার ঈদে বরবাদ করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ভক্তরাও প্রস্তুত বরবাদ হতে। সিনেমা মালিকরাও শাকিবের ‘বরবাদ’ সিনেমাটি চালিয়ে লাভের গুড় ঘরে তোলার স্বপ্ন দেখছেন। ঠিক তখন গুঞ্জন ছড়াল রোজার ঈদে আসছে না ‘বরবাদ’।
এদিকে ‘বরবাদ’ আটকে যাওয়ার গুঞ্জন ছড়াতেই দিশাহারা অনুরাগীরা। তবে কি প্রিয় তারকার নতুন সিনেমাটি হলে বসে দেখার স্বপ্ন মাঠে মারা যাচ্ছে? প্রশ্ন উঁকি দিচ্ছে তাদের মনে।
সেসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রোববার যোগাযোগ করা হয় ‘বরবাদে’র পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা মেইলকে পরিচালক বলেন, ‘ এগুলো ছড়াবেই। এ নিয়ে কিছু বলতে চাই না। আমাদের আজকে ও কালকে সময় লাগবে। এরপর হয়তো আপনাদের একটা আপডেট দিতে পারব। তবে এখন পর্যন্ত আমরা পজিটিভ।’
তবে কি শাকিবকে ঠেকানোর ষড়যন্ত্র চলছে? সেকারণেই কি ‘বরবাদ’ আটকে দেওয়ার চেষ্টা চলছে? উত্তরে হৃদয় বলেন, ‘ষড়যন্ত্র কি না সে আভাস পাইনি এখনও। যদি এরকম মনে হয় অবশ্যই জানাব।’
‘বরবাদ’ মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত। নিজেদের জায়গা থেকে কোনো ধরণের ঘাটতি নেই উল্লেখ করে এ পরিচালক বলেন, ‘‘না ‘বরবাদ’ নিয়ে আমাদের কোনোরকম ঘাটতি নেই। আমরা প্রস্তুত। আগামীকাল সেন্সরে জমা পড়বে ইনশাল্লাহ।’’
এদিকে হুট করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে শাকিবের বছর চারেক আগের সিনেমা ‘অন্তরাত্মা’ । ২০২১ সালে শেষ হওয়া শাকিব খানের সিনেমা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে শনিবার (২২ মার্চ) জমা পড়েছে।
এ খবর সামনে আসতেই শঙ্কা ছড়িয়েছে ‘বরবাদ’ আটকে যাওয়ায় কি চার বছর আগের সিনেমা তড়িঘড়ি করে সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ল ছবিটি? বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাইলেন না পরিচালক। তিনি বলেলেন, ‘‘অন্তরাত্মা’র বিষয়টি তো আমি বলতে পারব না। এটা সিনেমাটির প্রযোজনা সংস্থা বলতে পারবে।’’
শেষ প্রশ্ন ছিল ‘বরবাদ কি ঈদে আসছে? পরিচালকের এক কথায় উত্তর, ‘ইনশাল্লাহ, আমরা এখন পর্যন্ত আশাবাদী।’
‘বরবাদে’ শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। এরইমধ্যে টিজার দিয়ে ছবিটি মন জয় করেছে নেটিজেনদের। গানও পেয়েছে সমাদর।