শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘বরবাদ’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০১:০২ পিএম

শেয়ার করুন:

loading/img

পূর্ব নির্ধারিত ঘোষণানুযায়ী রোজার ঈদে বরবাদ করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ভক্তরাও প্রস্তুত বরবাদ হতে। সিনেমা মালিকরাও শাকিবের ‘বরবাদ’ সিনেমাটি চালিয়ে লাভের গুড় ঘরে তোলার স্বপ্ন দেখছেন।

নতুন খবর হচ্ছে আজ সোমবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘বরবাদ’। ঢাকা মেইলকে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন।

barbad_20250323_163821291_(1)

এর আগে ছবিটির মুক্তি নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে সেসব উড়িয়ে আশাবাদী ছিলেন ছবির পরিচালক মেহেদী হাসদান হৃদয়। গতকাল ঢাকা মেইলকে বলেছিলেন, ‘‘বরবাদ’ নিয়ে আমাদের কোনোরকম ঘাটতি নেই। আমরা প্রস্তুত। আগামীকাল সেন্সরে জমা পড়বে ইনশাল্লাহ।’’

‘বরবাদে’ শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। এরইমধ্যে টিজার দিয়ে ছবিটি মন জয় করেছে নেটিজেনদের। গানও পেয়েছে সমাদর।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর


News Hub