মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন সায়রা বানু 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img

স্ত্রী সায়রা বানুর সঙ্গে অস্কারজয়ী পরচালক এ আর রহমানের বিচ্ছেদে নড়েচড়ে বসে নেট দুনিয়া। ভারতীয় সংবাদমাধ্যমও ব্যস্ত হয়ে পড়ে। এরমধ্যে গিটারিস্ট মোহিনী দের বিচ্ছেদে যেন নতুন রঙ পায় রহমানের বিচ্ছেদের খবর। দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন অনেকে। খবরের শিরোনামেও জায়গা নেয় তা।

তাতেই চটে যান এ আর রহমান। মোহিনীর সঙ্গে পরকীয়ার গুঞ্জন গায়ে জ্বালা ধরিয়েছে তার। খবরগুলো সরাতে বলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেন। এবার মুখ খুললেন সায়রা বানু। জানালেন রহমানের সঙ্গে বিচ্ছেদের কারণ। 

Rahman_20241120_001622931_(1)_20241121_124122976

আজ রোববার এক ভয়েস নোট প্রকাশ্যে এনে সায়রা বানু বলেন, “আমি সায়রা রহমান। গত কয়েক মাস ধরেই মুম্বাই রয়েছি। আমি রহমানের থেকে একটু বিরতি নিতে চেয়েছিলাম। ইউটিউবার এবং সমস্ত মিডিয়াকর্মীদের কাছে আমার অনুরোধ, রহমানের নামে কোনো খারাপ কথা বলবেন না। ও দারুণ একজন মানুষ। আমার দেখা সেরা মানুষ। আমি শুধুমাত্র আমার শারীরিক অসুস্থতার জন্যই চেন্নাই ছেড়েছি। আমি জানতাম, আমি চেন্নাইতে না থাকলেই লোকজন ভাববে, সায়রা কোথা গেল? আসলে আমার চিকিৎসা চলছে। চেন্নাইতে রহমানের এত ব্যস্ত শিডিউল থাকে যে, ওখানে থাকলে এটা সম্ভব হতো না।”

এরপর যোগ করেন, “আমি আর রহমান এখনও একে-অপরকে ভালোবাসি। আর এই বিচ্ছেদের সিদ্ধান্তটা একশো শতাংশ মিউচুয়াল। খুব ভালো মানুষ ও। তাই সকলের কাছে আমার অনুরোধ রহমান যেমন আছে, ওকে তেমনটাই থাকতে দিন। আমার নিজের জীবন দিয়ে ওকে বিশ্বাস করি। এতটাই ভালোবাসি আমি ওকে। রহমানও তাই। তাই সবার কাছে একটাই আর্জি, রটনা রটানো বন্ধ করুন। আমাদেরকে একটু একা থাকতে দিন। আমরা তো অফিশিয়ালি কারণ নিয়ে কিছু বলিনি এখনও। তাই ওর নামে কুৎসা রটাবেন না।”

00b3b606391da871e5a694536ba463c9-673d5d16c4b66_20241121_115459786_20241121_124322500

গত ২০ নভেম্বর সায়রা বানু নিজের আইনজীবী বন্দনা শাহর মাধ্যমে এক বিবৃতি দেন। তাতে বলা হয়, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। মানসিক চাপের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি গভীর ভালবাসা সত্ত্বেও, নিজেদের মধ্যে তৈরিকৃত ব্যবধান দূরত্ব ঘোচাতে পারছিলেন না তারা। সম্ভব নয় বলেও মনে করছেন।

আরও বলা হয়, “মিসেস সায়রা জোর দিয়ে বলেছেন, ব্যথা এবং যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই চ্যালেঞ্জিং সময়ে তিনি তার জীবনের এই কঠিন অধ্যায়টি পার করার সময় সবার কাছ থেকে গোপনীয়তা এবং তাদের ব্যাপারটি বোঝার অনুরোধ করেছেন।”এরপর এ আর রহমানও একটি পোস্টের মাধ্যমে বিচ্ছেদের বিষয়টি জানান।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন