মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

যেহেতু কবির গান, চেয়েছি লিরিকটা প্রাধান্য পাক: ইমন চৌধুরী 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ইমন চৌধুরীর সুর-সংগীতে পাওয়া যায় শেকড়ের ঘ্রাণ। মাঝে মাঝে মেশান সাহিত্যের রসও। কখনও তা তুলে দেন অন্যের কণ্ঠে কখনও নিজের। এবার সুর মাখিয়েছেন পল্লীকবি জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ ‘হলুদ বরণী’র ‘ফুল নেয়া ভালো নয়’ কবিতায়। গেয়েছেন নিজেই। 

কবিতাপ্রেমী ইমন কদিন আগে কবি হেলাল হাফিজের ‘পত্র দিও’ কবিতাটিকে গানে রূপান্তরিত করে প্রশংসিত হয়েছেন। এবার ঠিক কোন ভাবনা থেকে পল্লীকবির কবিতায় সুর বসালেন তা ভাগ করেছেন ঢাকা মেইলের সঙ্গে। 


বিজ্ঞাপন


474133363_122106097484724952_5576932027039231046_n

তিনি বলেন, ‘‘কবিতা থেকে গান আগে থেকেই করার চেষ্টা করি। এর আগে হেলাল হাফিজের ‘পত্র দিও’ কবিতা থেকে করেছি। পল্লীকবি জসীমউদ্দিনের এই কবিতাটি অনেকদিন আগে আমার মনে ধরে। পড়ার পর মনে হয়েছিল অসাধারণ একটি গান হতে পারে। এরপর সুর করা। দেখলাম ভালো কিছু হতে চলেছে। কিন্তু এত বড় মাপের কবির কবিতা তো শুধু সুর করে গান বানালেই হয় না। ধারণের ব্যাপার আছে। ওনার পরিবারের অনুমতির বিষয়ও আছে। তাদের শোনালে তারা পছন্দ করেন এবং অনুমতি দেন। এভাবেই গানটি করা।’’

ইমনের একটি দল রয়েছে গানের। ওই দলের একাংশ নিয়ে ফুল নেয়া ভালো নয় গানটি করেছেন। তার কথায়, ‘‘বছর খানেক হলো একটি গানের দল করেছি। যেটা ব্যান্ড না, ব্যান্ডের চেয়ে একটু বড়। ‘ইমন চৌধুরী অ্যান্ড টিম’ হিসেবে সবাই চেনে। তবে গানটির সঙ্গে ওই দলের সবাই জড়িত না। আমরা কয়েকজন একসঙ্গে কাজটি করেছি। এর চেয়ে বেশি কিছু করতেও চাইনি। যেহেতু কবির গান, চেয়েছি লিরিকটাই প্রাধান্য পাক। সে কারণে দলের একাংশ নিয়ে কাজটি করেছি।’’

473768545_10235120871712265_2248347192961602380_n


বিজ্ঞাপন


এবার ইমন তার গানের দলের নাম দিয়েছেন বেঙ্গল সিম্ফনি। এই গানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো দলটির। তিনি বলেন, ‘এটা এখন আমার পরিচয়। এই দলের প্রতিটি গান বাংলা সংগীতকে সমৃদ্ধের লক্ষ্য নিয়ে করা হবে। এখন যেমন জসীমউদ্দিনের কবিতা নিয়ে গান করলাম। পরে হয়তো অন্য কোনো কিছু নিয়ে করব। প্রতিটি গানে বিশেষ কিছু থাকবে। সিম্ফনি অর্থ সবাই মিলে করা। এমন হতে পারে পরবর্তী কাজ দশজন বাউল  মিলে করলাম। হতে পারে দশ জন দোতারা বাদক একসঙ্গে গান করছে। আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করার চেষ্টা থেকেই গানগুলো করব।’

গতকাল ১৮ জানুয়ারি সন্ধ্যায় গানটি প্রকাশ পেয়েছে ইমনের ফেসবুক থেকে। তার ইউটিউবেও দেখা যাচ্ছে ‘ফুল নেয়া ভালো নয়’। বেঙ্গল সিম্ফোনির ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে গানটি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub