ফেনী নদীর মিরসরাইয়ের অংশে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে মিরসরাই উপজেলা প্রশাসন।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
বিজ্ঞাপন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, দ্বিতীয় দিনের মতো আজও স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ফেনী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় ফেনী নদীর মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর নদীর তীর ঘেঁষে স্থাপিত ৩টি শ্যালো ড্রেজার বিকল এবং বালু উত্তোলনের প্রায় এক কিলোমিটার সংযোগ পাইপ নষ্ট করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, বালু উত্তোলনের কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি এবং ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, এর আগে রোববার মিরসরাই উপজেলা প্রশাসন ফেনী নদীর লিচুতলা মোল্লাপাড়া পয়েন্টে নদীর তীর ঘেঁষে স্থাপিত ১৫টি শ্যালো ড্রেজার বিকল এবং প্রায় দেড় কিলোমিটার পাইপ নষ্ট করে দেওয়া হয়।
প্রতিনিধি/এসএস