মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০৮:৪২ এএম

শেয়ার করুন:

ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাগেরহাটের ফকিরহাটে শানজিদুল ইসলাম সেতু (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামস্থ তার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম আহসান।

আটক শানজিদুল ইসলাম সেতু বাগেরহাটের চাপাতলা গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে।


বিজ্ঞাপন


ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফকিরহাট থানার আট্টাকী গ্রামস্থ মোস্তফা আলী মোল্লার বাড়ির ভাড়াটিয়া শানজিদুল ইসলাম সেতুর হেফাজতে থাকা ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর