মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

তাদের কণ্ঠে নজরুলের গান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

loading/img

মুক্তিকামী মানুষের দ্রোহের জ্বালানীর যোগান দিয়ে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান-কবিতা। বৈষম্য বিরোধী আন্দোলনেও বিদ্রোহী কবির জ্বালাময়ী পঙতিগুলো হাতিয়ার হয়ে উঠেছিল। এবার কবির গান কণ্ঠে তুলে নিলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই, অনিমেষ রায় ও সৈয়দ কামরুজ্জামান সুজন। 

আজ ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম প্রয়াণ দিবস। এদিন কানাই-অনিমেষ-সুজনের কণ্ঠে ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে’গানটি প্রকাশ পাবে আরটিভি মিউজিকের ব্যানারে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মুরাদ নূরের সুরে কাওয়ালি গাইলেন এস আই টুটুল

এ প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গানটি করার পরিকল্পনা করেন হীরা ভাই। সে সময় শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। আমাদের সবার কাছে এই গান খুব প্রাসঙ্গিক মনে হলো। নজরুল ইসলামের গান সব সময় আন্দোলনের জন্য প্রাসঙ্গিক। ১৯২৬ সালের ২ মে থেকে ১৮ মে কলকাতায় যে দাঙ্গা হয়, তার প্রতিবাদ এবং হুঁশিয়ারিস্বরূপ কাণ্ডারী হুঁশিয়ার শিরোনামে কবি নজরুল এ গান রচনা করেছিলেন। এটি তাঁর সর্বহারা কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল। এত বছর পরেও গানটিকে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেন অনেকে। নতুন সংগীতায়োজনে ভালো হয়েছে গানটি। কোক স্টুডিওর পর আবার অনিমেষ আর আমি একসঙ্গে গাইলাম। সুজনও খুব ভালো গেয়েছে এবং দারুণ মিউজিক করেছে।’

আরও পড়ুন: খবরটা শুনে বাবা কেঁদে ফেলেছেন, বোনের খোঁজ পেয়ে বললেন পুতুল

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নুর হোসেন হীরা। তিনি বলেন, ‘জুলাইয়ের মাঝামাঝি থেকে ছাত্র-জনতার যে ত্যাগ এবং প্রতিরোধ দেখেছি, তা দেখেই গানটি নির্মাণের চিন্তা মাথায় ঘুরছিল। পাশাপাশি দেশজুড়ে হঠাৎ বন্যায় লাখ লাখ মানুষ যেভাবে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে এবং তাদের উদ্ধার করতে অন্যরা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে এসেছে, এসবই গানটি নতুন করে নির্মাণে প্রেরণা জুগিয়েছে। পান্থ কানাইসহ সবাই অসাধারণ পারফর্ম করেছেন।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন