সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

অভয়নগরে যুবকের ইসলাম গ্রহণ

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ এএম

শেয়ার করুন:

loading/img

যশোরের অভয়নগরে সনাতন ধর্ম (হিন্দু) ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গোবিন্দ বিশ্বাস (৩২) নামে এক যুবক।

সোমবার (৭ এপ্রিল) বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয়, যশোর হতে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তার বর্তমান নাম আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ।


বিজ্ঞাপন


গোবিন্দ বিশ্বাস অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের লেবুগাতী এলাকার মঙ্গল বিশ্বাস ও মঞ্জু রাণী বিশ্বাস দম্পতির ছেলে।

এ ব্যাপারে নবমুসলিম আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন ইসলাম ধর্মের বিভিন্ন ওয়াজ মাহফিল, ইসলামী পুস্তক, ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে ও শুনে আমার ভালো লেগেছে। ইসলাম ধর্মের প্রতি মুগ্ধ হয়ে গত ৩১ মার্চ ঈদের নামাজের আগে স্থানীয় ইমাম সাহেবসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করি। পরে ঈদের নামাজও আদায় করি। সেই দিন থেকে আমি নিয়মিত পাঁচ ওয়াক্তের নামাজসহ অন্যান্য রীতি-নীতি, অনুশাসন মেনে চলছি। আমার মৃত্যুর পর ইসলাম ধর্মের রীতি ও অনুশাসন অনুযায়ী মৃত দেহের দাফন কাফন করার অনুরোধ করছি।

আরও পড়ুন

রাজশাহীতে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের

তিনি আরও বলেন, সোমবার বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়, যশোর হতে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের কাজ সরকারি নিয়মে সম্পন্ন করেছি। এখন থেকে গোবিন্দ বিশ্বাসের স্থলে আমার নাম আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ হিসেবে অভিহিত হবে। জোরপূর্বক, ফুসলিয়ে বা কোনো প্রকার প্রলোভন দেখিয়ে আমাকে ধর্মান্তরিত করা হয়নি। আমার বিবেকের ওপর ভরসা করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কারণ ইসলাম শান্তির ধর্ম। আমার জন্য দোয়া করবেন।


বিজ্ঞাপন


এ ব্যাপারে শুভরাড়া ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে গোবিন্দ বিশ্বাস কলেমা পাঠের মধ্যদিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সোমবার (৭ এপ্রিল) বিজ্ঞ নোটারি পাবলিক হতে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। বর্তমানে তার নাম আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ। আমি তার মঙ্গল কামনা করি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে যেকোনো প্রয়োজনে আমি তার পাশে আছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন