শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

খবরটা শুনে বাবা কেঁদে ফেলেছেন, বোনের খোঁজ পেয়ে বললেন পুতুল  

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

loading/img

তিন দিন পর বন্যায় নিখোঁজ বোন ও তার পরিবারের খোঁজ পেয়েছেন সংগীতশিল্পী পুতুল। ফেলেছেন স্বস্তির নিশ্বাস। অথচ কিছুক্ষণ আগ পর্যন্ত এই স্বস্তিই অধরা ছিল পুতুল ও তার পরিবারের কাছে। শ্বাসরুদ্ধকর ওই সময়ের কথা ঢাকা মেইলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পুতুল।

তিনি বলেন, ‘আমার বোনের খোঁজ একটু আগে পেলাম। খবরটা শুনে আমার বাবা কেঁদে ফেলেছে। আমার বাবা-মা দুজনেই খুব বয়স্ক। গত দুই-তিন দিনের মানসিক ঝড়টা তাদের ওপর খুবই প্রভাব ফেলেছে। আমরা নানাভাবে তাদের বুঝতে দিতে চাচ্ছিলাম না। কিন্তু বাবা-মা বলে কথা।’


বিজ্ঞাপন


এরপর বলেন, ‘শুরুর দিকে কাউকে বলিনি আমার স্বজন আমার পরিবারের সদস্য পানিবন্দি। কিন্তু যখন দেখলাম একেবারেই কোথাও কোনো খোঁজ পাচ্ছি না তখন ভাবলাম কারও মাধ্যমে যদি জানতে পারি। এরপর সামাজিক মাধ্যমে জানাই। একদিন আগেই আমার ভাইয়ের পরিবারের খোঁজ পেয়েছি। আজ (রোববার) ঢাকা থেকে আমার ভাই সরাসরি ওখানে যাবে।’

putul

খোঁজ পেলেও এখনও বোনের অবস্থান সম্পর্কে অবগত নন পুতুল। হয়নি কথাও। তিনি বলেন, ‘এখনও কথা হয়নি আমাদের সঙ্গে। তবে পরিচিত একজনের মাধ্যমে জানতে পেরেছি ওরা (পুতুলের বোন ও তার পরিবার) নাকি পাশের একটি তিন তলা বিল্ডিংয়ে অবস্থান করছে। খাবার পানি চেয়ে পাঠিয়েছে। কিন্তু ঠিকানাটা এখনও জানতে পারিনি। চেষ্টা করছি। কেননা ওখানে যারা কাজ করছেন তাদের অনেকেই জানিয়েছেন ঠিকানা পেলে ওদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা যাবে।’

সবশেষে পুতুল বলেন, ‘এটা দেশের সবচেয়ে বড় সংকট বলা চলে। কী যে অবর্ণনীয় কষ্ট এটা সরাসরি ওখানে যারা দেখেছেন তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না। দুর্যোগ পরবর্তী সময়টাও তো অনেক কঠিন। সবমিলিয়ে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সবচেয়ে বড় কথা ওরা জীবিত আছে এটুকু খোঁজ আমরা পেয়েছি। এটাই এই মুহূর্তে সবচেয়ে স্বস্তিদায়ক।’


বিজ্ঞাপন


এর আগে বোনের খোঁজ পাওয়ার সংবাদ জানিয়ে নিজের ফেসবুকে পুতুল লেখেন, ‘সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমার বোনের পরিবারের খোঁজ পেয়েছি। ঠিকানা এখনও জানি না যদিও; তবে ঠিকঠাক আছে জেনেছি। খাবার পানির সংকটে আছে।’

ফেনী শহরের উকিলপাড়ায় বাড়ি পুতুলদের। সেখানে তার ভাই ও বোনের পরিবারের পাশাপাশি বাস। ফেনী তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে ভাই-বোনের খোঁজ পাচ্ছিলেন না তিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর