গাজায় ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর পৌরসভা শাখা। মিছিলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সোমবার (৭ এপ্রিল) বাদ আছর পালং উত্তর বাজার জামে মসজিদের সামন থেকে শুরু করে মিছিল শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিজ্ঞাপন
এ সময় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন- জামায়াতের ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর হমান, শরীয়তপুর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমি, জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান ও শরীয়তপুর পৌরসভা আমির আব্দুর জাব্বার মীর প্রমুখ।
আরও পড়ুন
একই দাবিতে শরীয়তপুর জেলার সব উপজেলায় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস