বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফিরছেন কাজী মারুফ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৩, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

দুই দশক আগে ‘ইতিহাস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে সম্ভাবনার দুয়ার খুলেছিলেন কাজী মারুফ। কাজী হায়াত পরিচালিত সিনেমা তখন ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। শুধু তাই নয়, প্রথম ছবিতেই সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন তিনি।

এরপর একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন মারুফ। যদিও ছবিগুলো প্রথম ছবির মতো সফলতা পায়নি। ফলে, ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।


বিজ্ঞাপন


এসব পুরনো খবর। নতুন খবর হলো, ফের অভিনয়ে ফিরছেন মারুফ। সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন কাজী হায়াত।

তিনি বলেন, ‘মারুফের এবারের বাংলাদেশে আসাটা সিনেমার কাজের ব্যাপারে। আমাদের নতুন কয়েকটা কাজের কথা হয়েছে। আশা করছি, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরু করব। এখনই সিনেমার বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না।’

গত বছর সামাজিক মাধ্যমে মারুফ জানিয়েছিলেন, ‘ইতিহাস’ সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনা করছেন। সেসময় কাজী হায়াত জানিয়েছিলেন, শিগগিরই ‘ইতিহাস-২’ পরিচালনা করবেন তিনি। এছাড়া ‘গ্রীন কার্ড’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন বলেও জানিয়েছিলেন। তবে এবার মারুফ ঠিক কোন ছবি দিয়ে ফিরছেন তা কিছু জানাননি বরেণ্য এ নির্মাতা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন