বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

পরকীয়ার কারণে প্রবাসীর স্ত্রীকে হত্যা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজবাড়ীতে পরকীয়া সম্পর্কের জেরে প্রবাসীর স্ত্রী সালমা বেগমকে (২৫) গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত হেমায়েত উল্লাহকে (২৫) নোয়াখালী থেকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা পুলিশ। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।


বিজ্ঞাপন


অভিযুক্ত হেমায়েত উল্লাহ নোয়াখালীর চর জব্বর উপজেলার দক্ষিণ চর ক্লার্ক গ্রামের মো. আহসান উল্লাহর ছেলে।

নিহত সালমা বেগম হাউলি জয়পুর গ্রামের সৌদি আরব প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী। তাদের সাদিক নামে সাত বছর বয়সী এক ছেলে ও সিনহা নামে পাঁচ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, সালমার স্বামী প্রবাসে থাকেন। ভুক্তভোগীর সঙ্গে আসামি হেমায়েতের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। এরপর সালমা ঢাকায় থাকা অবস্থায় তাদের একাধিকবার দেখা হয়েছে। সালমা রাজবাড়ীতে চলে এলেও হেমায়েতের নিয়মিত যাতায়াত ছিল রাজবাড়ীতে। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। মূলত পরকীয়া সম্পর্কের টানাপোড়েনের জেরে সালমাকে হত্যা করা হয়।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হেমায়েত ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি মতে ভুক্তভোগী সালমার ব্যবহৃত মোবাইল ফোন ঘটনাস্থলের পার্শ্ববর্তী নূরপুর গ্রামের জনৈক কৃষ্ণ হালদারের পুকুর থেকে উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন