মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

এসএসসি পরীক্ষার সময়সূচি সম্পর্কে যা জানালেন বোর্ড কর্মকর্তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

রমজানে ভালো প্রস্তুতি নেওয়া যায়নি এমন দাবি করে এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষা একমাস পেছানো এবং প্রতিটি বিষয়ের পরীক্ষার মাঝে ৩-৪ দিন বিরতি রাখার দাবি তুলে ধরে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, পরীক্ষার সব প্রস্তুতি শেষ। তাই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেছেন, জুন মাসের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। এই পরীক্ষাটি শেষ হওয়ার পরপরই এইচএসসি পরীক্ষা শুরু হবে। তাই আমাদের কাছে পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার সরঞ্জামাদি সব কেন্দ্রে পৌঁছে গেছে। পরীক্ষার পেছানোর কোনো পরিস্থিতি এ মুহূর্তে নেই।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, যেসব শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে সোচ্চার হয়েছে, তাদের বেশিরভাগই পরীক্ষায় অংশগ্রহণের পক্ষেই। কিছু সংখ্যক ব্যক্তি ফেসবুকে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে।

শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনের ডাক দেওয়া ব্যক্তিরা বলছেন, পবিত্র রমজান মাসে রোজা রেখে ১৯ লাখ ২৮ হাজারের বেশি পরীক্ষার্থী ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। এতে ফল বিপর্যয় হতে পারে। তাই একমাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন তারা।


বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর