সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

দক্ষতা ছাড়া বিদেশে শ্রমিকের বাজার নেই: ইমরান আহমদ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ জুন ২০২৩, ০২:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দক্ষতা ছাড়া বিদেশে কোনো শ্রমিকের বাজার নেই। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে দক্ষ শ্রমিক তৈরি করতে সারাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।

রোববার (১১ জুন) বেলা ১২টায় নওগাঁর রানীনগরে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি দেশের সম্পদ। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে এমন অবস্থায় নিয়ে যেতে হবে যাতে করে দক্ষ হয়ে বের হয়েই বিদেশে পাঠানো সম্ভব হয়। তরুণরা দক্ষ হয়ে দেশের বাইরে গেলে নিজের এবং দেশের লাভ হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। আগামী ২০৪০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার কোনো বিকল্প নেই।

অবৈধ পথে বিদেশ যাওয়ার বিরোধিতা করে মন্ত্রী বলেন, নিজের টাকা খরচ করে অবৈধ পথে বিদেশ গেলে বিপদে পড়বে এটাই স্বাভাবিক। তাই আমরা চাই, সবাই দক্ষ হয়ে বৈধভাবে বিদেশে যাবে। এজন্য সরকার কারিগরি শিক্ষার প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, আইএমটি স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল হক চৌধুরীসহ প্রমুখ।


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন