ঈদের ছুটিতে রাজধানী ঢাকা থেকে মুন্সিগঞ্জে মামার বাড়িতে বেড়াতে এসে ইছামতি নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দুপুর ৩টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারর্দী-চর এলাকায় ঘটেছে মর্মান্তিক এ ঘটনা।
বিজ্ঞাপন
নিখোঁজ কিশোর ইয়াসিন (১৮) কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার জাহাঙ্গীর মজুমদারের ছেলে। তিনি রাজধানী ঢাকার গেন্ডারিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, এবার ঈদের ছুটিতে মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমের তিলারদিচর এলাকায় মামা মো. শহীদুল্লাহর বাড়িতে বেড়াতে এসে দুপুরে অন্যান্য খালাতো ভাই-বোনদের সঙ্গে ইছামতি নদীতে গোসল করতে যায় ইয়াসিন।
এ সময় খালাতো ভাই বিল্লালকে পানিতে তলিয়ে যেতে দেখলে এগিয়ে যায় সে। একপর্যায়ে বিল্লাল বেঁচে ফিরে আসলেও ইয়াসিন নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিখোঁজ কিশোরের পরিবারের সদস্যদের মাঝে।
বিষয়টি নিশ্চিত করে মিরকাদিম ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর প্রবীর কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ দু’টি ইউনিট নিখোঁজ ইয়াসিনের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও কোনো সন্ধান মেলেনি নিখোঁজ কিশোরের। আগামীকাল সকাল ৮টায় দ্বিতীয় দিনের মতো শুরু হবে উদ্ধার অভিযান।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ