বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয় - বরং জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য। এই বার্তা সারাদেশের মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। বিএনপির রাজনীতি মূলত সাধারণ মানুষের জন্য।
বুধবার (২ এপ্রিল) বিকেলে কালাই পৌর এলাকায় সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে শিষ্টাচার বজায় রেখে সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করবো। এছাড়া তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন - কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, পৌর বিএনপির আহ্বায়ক সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাজ উদ্দিন, যুবদল নেতা সৈয়দ শহিদুল ইসলাম লিপটন, রাসেল তালুকদার প্রমুখ।
প্রতিনিধি/ এমইউ