ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ শফিকুল ইসলামকে আটক করেছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১ এপ্রিল) রাতে তিনি আমেরিকা যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করে বিজয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
কাজী শফিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রওশন আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আমেরিকা যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। অসুস্থ হওয়ায় বর্তমানে তিনি আমাদের হেফাজতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিনিধি/একেবি