নাটোরের জেলা প্রশাসকের (ডিসি) পুরোনো বাংলোর একটি পুকুরে অস্ত্র খুঁজতে গিয়ে এক শ বস্তা ব্যালট পেপারসহ নির্বাচনী সারঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরের কান্দিভিটুয়া এলাকায় ডিসির পুরানো বাংলো থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহীর উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলি, নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা ওসি মাহবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ জানায়, গত শুক্রবার সকালে নাটোর সদর হাসপাতালের সামনে ডিসির পুরোনো বাংলোয় তালাব পুকুরে দুই যুবক বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বরশি পানির নিচে আটকে গেলে তারা ছোটাতে পানিতে নামেন। এ সময় একটি কম্বলে আটকে যাওয়া বরশি খুলে দেখে একটি এয়ারগান ও একটি দুই নলা বন্দুক। পরে বিষয়টি জানালে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর ডুবুরি দল এসে পুকুরে খুঁজতে গিয়ে আরও ৪টি শর্টগান উদ্ধার করা হয়। প্রশাসনের পূর্বে ঘোষণা অনুযায়ী শনিবার সকালে ওই পুকুরের পানি নিষ্কাশন শুরু করা হয়। এ সময় পুকুরের পাশ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক বস্তা ব্যালট পেপার নজরে আসে প্রশাসনের। পরে ওইসব ব্যালট পেপার উদ্ধার করে পুলিশ। এসময় নির্বাচনী কিছু সারঞ্জামও পাওয়া যায়।
বিজ্ঞাপন
নাটোর জেলা প্রশাসনের মেজারত ডেপুটি কালেক্টর মো. রাশেদুল ইসলাম বলেন, যেসব ব্যালট পেপার পাওয়া গেছে, তা সব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালট পেপারের যে স্থায়িত্বকাল তা ৬ মাস। ইতোমধ্য সময় অতিবাহিত হয়ে গেছে। নির্বাচন কমিশনারের পক্ষ থেকে টেন্ডারও হয়ে গেছে। বাকি ব্যালট পেপার নিয়েও গেছে। এগুলো আমাদের ট্রেজারিতে রাখা ছিল এবং পরবর্তীতে তা উপজেলা নির্বাচনের সময় স্থানান্তর করা হয়।’
রাশেদুল ইসলাম বলেন, ‘ব্যালট পেপারগুলো কে বা কারা নষ্ট করেছে তা জানা নেই। নির্বাচন অফিস যে টেন্ডার হয়েছে, টেন্ডার অর্থে আমরা তা ফিরত দিয়েছি।”
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঢাকা মেইলকে বলেন, ‘গতকাল ডিসির পুরোনো বাংলোর পুকুর থেকে ৪টি শর্টগানসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ওই পুকুরে আরও অস্ত্র আছে কি না তা খোঁজ করতে পুকুরের পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়। এ সময় পুকুরের পাশ থেকে প্রায় এক শ বস্তা ব্যালট পেপার উদ্ধার করা হয়। কতগুলো ব্যালেট তা পরবর্তীতে গণনা করে জানা যাবে। এ নিয়ে প্রশাসন কাজ করছে।”
প্রতিনিধি/এমআর