পঞ্চগড়ের সীমান্ত উপজেলা তেঁতুলিয়া সদরে বড়বিল্লাহ এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের করায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে এক বিশেষ অভিযানে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আফরোজ শাহীন খসরু।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া সদর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোনায়েম খানের নেতৃত্বে ১৬ জন বিজিবি সদস্যের একটি চৌকস দল তেঁতুলিয়ার মাগুরা সীমান্তে (পিলার নং ৪৪১/৪এ) অভিযান চালায়। অভিযানে সীমান্তের ১৫০ মিটারের মধ্যে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করছিল বলে জানা যায়। পরে ঘটনাস্থলে এসে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু পাথর উত্তোলনকারী ব্যবসায়ী খন্দকার আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে আরিফ হোসেন জমির মালিক কাজী মাহবুবের কাছ থেকে জমি লিজ নিয়ে পাথর উত্তোলনের কথা জানান।
এ সময় তিনি পাথর উত্তোলনের দরপত্রকে অনুমোদন মনে করে সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ড্রেজার মেশিন দিয়ে পাথর তুলছিলেন। অপরাধ বুঝতে পেরে স্বীকারোক্তি প্রদান করেন। পরে তিনি স্বীকারোক্তি করায় অপরাধীকে ১ লাখ টাকা জরিবানা করা হয়। ভবিষ্যতে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন না করার প্রতিশ্রুতি করানো হয়। কিন্তু এ অভিযানে পুলিশের অনুপস্থিতি উদ্বেগজনক বলে দাবি করেছেন সচেতন মহল।
বিজ্ঞাপন
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আফরোজ শাহীন খসরু জানান, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু মহল ও সাদামাটি ব্যবস্থাপনা আইন ২০১০/২০২৩ এর ১৫ (১) ধারা মোতাবেক যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এক পাথর ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয় । এসব কার্যক্রম বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস