রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

ব‌রিশালে না‌হিদের সামনেই এন‌সি‌পির মত‌বি‌নিময়ে হট্টগোল

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০১:৩৩ এএম

শেয়ার করুন:

loading/img

বরিশালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিনিময় সভায় দফায় দফায় হাতাহাতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন এবং স্লোগান দেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দেওয়া হয়, যখন তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করতে চাইছিলেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের বরিশাল সফর উপলক্ষে নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টার দিকে সভায় উপস্থিত হন নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম মূখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


মতবিনিময় শেষে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করতে শুরু করেন নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। তবে সভা শুরুর কিছু সময় পরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, জেলা ও মহানগর কমিটির নেতারা তাদের কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি করেছেন এবং তারা কর্মীদের খোঁজখবর রাখেন না। এ সময় তারা ওয়াহিদসহ কয়েকজন নেতাকে আটকে রাখেন।

তাদের অভিযোগ ছিল, গত সাত মাস ধরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশালে এসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেননি এবং হোয়াটসঅ্যাপে মাত্র কিছু আলোচনা করেছেন। এই কারণে তারা স্থানীয় নেতাদের পদত্যাগ দাবি করেন।

এ ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছু নেতাকর্মী মারধরের শিকার হন। অতঃপর, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যখন পরিস্থিতি থেকে বের হতে চেষ্টা করেন, তখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের গেটে আটকে রাখে। কিছু সময় অবরুদ্ধ অবস্থায় থাকার পর, অন্যান্য নেতাদের হস্তক্ষেপে তারা ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন।

এদিকে, বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ, ডিবি ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে, পার্টির অভ্যন্তরীণ বিষয় হওয়ায় তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, জানিয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর