রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০১:২৭ এএম

শেয়ার করুন:

loading/img

দেশের জনগণ এখন গণতন্ত্রের ফিরে আসার অপেক্ষায় রয়েছে, তবে দেশের বর্তমান পরিস্থিতিতে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত, এবং শুধুমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে।

বৃহস্পতিবার (২০ মার্চ), ঢাকা মহানগর উত্তর বিএনপি মিরপুর পল্লবীর বিভিন্ন স্থানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আমিনুল হক আরও বলেন, দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র এমন একটি নির্বাচনই পারে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে, যা দেশের প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনবে।

বিএনপির এই নেতা গণতন্ত্র নস্যাৎ করার চেষ্টা কখনও সফল হতে দেবেন না বলে ঘোষণা দেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারা একত্রিত হয়ে জনগণকে সাথে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবেন।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের ব্যাপারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র ও সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ।


বিজ্ঞাপন


এমই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর