সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে প্রথমবারের মতো গণইফতার কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২০ মার্চ) কলেজের জারুলতলায় ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাড়ে ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এমসি কলেজ শিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্নার সঞ্চালনায় ও সভাপতি ইসমাঈল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহতাসিম বিল্লাহ শাহেদী। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন সিলেট বিভাগের সেক্রেটারি মাহবুবুর রহমান জালালাবাদী, শিবিরের সিলেট মহানগরের অর্থ সম্পাদক এটিএম ফাহিম, সাহিত্য সম্পাদক সাইফুর রহমান, প্রকাশনা সম্পাদক এনামুল ইসলাম, এমসি কলেজের সাবেক সভাপতি সৈয়দ নকীব হোসাইন, ইয়াছিন খান, আব্দুল্লাহ আল ফারুক, ফয়জুল বারী দিনারসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে এবং ছাত্রশিবির সবসময় একটি সুন্দর ক্যাম্পাস গড়তে বদ্ধপরিকর। তারা আরও জানান, এমসি কলেজেও ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে এবং এই গণইফতার কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা।
ছাত্রশিবিরের এই উদ্যোগে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন, এটি একটি ঐতিহাসিক আয়োজন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এইউ