মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

এই ইলেকট্রিক বাইকের রেঞ্জ জানলে অবাক হবেন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

loading/img

ভারতের ইলেকট্রিক বাইক ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান আল্ট্রাভায়োলেট অধিক রেঞ্জের বৈদ্যুতিক স্কুটার আনল। যার মডেল আল্ট্রাভায়োলেট ট্রেসার‌্যাক্ট।
এই উচ্চ শক্তির এই ইলেকট্রিক স্কুটারের এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১.৪৫ লাখ রুপি কী শুনে ভাবছেন দাম বাজেটের বাইরে? চিন্তা করবেন না এর ফিচার দুর্দান্ত।

আল্ট্রাভায়োলেট প্রথম ১০ হাজার ক্রেতার জন্য বিশেষ চমক এনেছে। তাদের মাত্র ১.২০ লাখ রুপিতে স্কুটারের চাবি তুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংস্থা। তবে দশ হাজারের পর থেকে কিন্তু মডেলটির দাম ১.৪৫ লাখ রুপি হবে।


বিজ্ঞাপন


আল্ট্রাভায়োলেট ট্রেসার‌্যাক্ট একটি অত্যাধুনিক প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি এবং এতে ২০.১ বিএইচপি ক্ষমতাসম্পন্ন একটি শক্তিশালী ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। একটি সম্পূর্ণ চার্জে এটি সর্বাধিক ২৬১ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। 

আরও পড়ুন: এই ইলেকট্রিক বাইক কোম্পানির হাজারো কর্মীর চাকরি গেলো

কোম্পানির দাবি অনুযায়ী, শূন্য থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টার গতি তুলতে এটি মাত্র ২.৯ সেকেন্ড সময় নেবে। স্কুটারটিতে তিনটি ব্যাটারি বিকল্প উপলব্ধ থাকছে – ৩.৫ কিলোওয়াট আওয়ার, ৫ কিলোওয়াট আওয়ার এবং ৬ কিলোওয়াট আওয়ার। ব্যাটারির ক্ষমতা অনুযায়ী স্কুটারের রেঞ্জ পরিবর্তিত হবে।

scooter


বিজ্ঞাপন


আধুনিক প্রযুক্তি ও ফিচার

এটি একটি সম্পূর্ণ টেকনোলজি-প্যাকড স্কুটার, যেখানে সেগমেন্টের প্রথম ডুয়েল ব়্যাডার ও সামনে-পেছনে ক্যামেরা রয়েছে। এর ফলে ব্লাইন্ড স্পট ডিটেকশন, ওভারটেক অ্যালার্ট ও কোলিশন ওয়ার্নিং-এর মতো উন্নত নিরাপত্তা ফিচার যুক্ত হয়েছে। এছাড়া স্কুটারটিতে ডুয়েল এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প, ফ্লোটিং ডিআরএল, এবং একটি বড় টিএফটি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে, যা ভায়োলেট এআই কানেক্টিভিটি ও রাইড অ্যানালিটিকস সাপোর্ট করে। অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে – কি-লেস এক্সেস, পার্ক অ্যাসিস্ট, হিল হোল্ড, ক্রুজ কন্ট্রোল, নেভিগেশন, মিউজিক কন্ট্রোল ইত্যাদি।

নিরাপত্তার দিক থেকেও নতুন ব্যাটারিচালিত স্কুটারটি অত্যন্ত উন্নত। এতে আছে ডুয়েল-চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং ডায়নামিক স্টেবিলিটি কন্ট্রোল থাকায় এটি চালকদের জন্য আরও নিরাপদ হবে। এছাড়া ১৪ ইঞ্চির বড় চাকা এবং ৩৪ লিটারের আন্ডারসিট স্টোরেজ দেওয়া হয়েছে, যেখানে একটি ফুল-ফেস হেলমেট অনায়াসে রাখা যাবে।

তিনটি আকর্ষণীয় রঙে লঞ্চ এই পরিবেশবান্ধব বাহন। এগুলো হলো- ডেজার্ট স্যান্ড, সোনিক পিঙ্ক ও স্টেলথ ব্ল্যাক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন