বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ABS

সস্তার এই মোটরসাইকেলে পাবেন এবিএস

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৫, ০৭:১১ এএম

শেয়ার করুন:

loading/img

আপনি যদি কম দামের মোটরসাইকেলে এবিএস খোঁজেন তবে কিনতে পারেন বাজাজ প্লাটিনা ১১০ এবিএস। এই বাইকের নামের সঙ্গেই জুড়ে আছে এবিএস শব্দটি। তাই বোঝাই যাচ্ছে মোটরবাইকটিতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস দেওয়া হয়েছে। 

অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বা এবিএস আধুনিক যানবাহনের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার হয়ে উঠেছে। বিশেষত টু হুইলারের ক্ষেত্রে। কারণ এটি হঠাৎ ব্রেক করার সময় বাইকের নিয়ন্ত্রণ ধরে রাখতে সাহায্য করে, বিশেষ করে ভেজা বা পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা এড়াতে কার্যকরী। 


বিজ্ঞাপন


abs-pic

যানবাহনের সংখ্যা বাড়ার পাশাপাশি নিরাপত্তার গুরুত্বও বৃদ্ধি পেয়েছে। এবিএসযুক্ত মোটরসাইকেল ব্যবহার করলে ব্রেকিং পারফরম্যান্স উন্নত হয় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে। 

যদি আপনি সবচেয়ে কম দামে এবিএস বাইক কিনবেন বলে ঠিক করেন তবে আপনার প্রথম পছন্দ হতে পারে বাজাজ প্লাটিনা ১১০ এবিএস। 

আরও পড়ুন: এই ইলেট্রিক মোপেড এক চার্জে চলবে ২০০ কিমি


বিজ্ঞাপন


ভারতের সবচেয়ে সস্তা এবং একমাত্র ১১০ সিসি মোটরসাইকেল হলো বাজাজ প্লাটিনা ১১০ এবিএস। এর এক্স-শোরুম মূল্য ভারতে ৭১ হাজার ৫৫৮ রুপি। যা এটিকে ভারতে এবিএস-যুক্ত সবচেয়ে সস্তা মোটরসাইকেল করে তুলেছে। 

এটি একটি জনপ্রিয় কমিউটার বাইক, যা নগর ও গ্রামীণ উভয় বাজারেই সমান জনপ্রিয়। বাজাজ প্লাটিনা ১১০ এবিএস সাশ্রয়ী মূল্যের পাশাপাশি চমৎকার মাইলেজ এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা প্রদান করে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য আদর্শ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub