শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

নেকেড স্পোর্টস বাইক আনছে কাওয়াসাকি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১০:০২ এএম

শেয়ার করুন:

loading/img

নতুন নেকেড স্পোর্টস বাইক আনছে জাপানি কাওয়াসাকি। যার মডেল ২০২৫ কাওয়াসাকি জেড৯০০। ইতিমধ্যে বাইকটি তৈরির জন্য এর ডিজাইন পেটেন্ট দাখিল করেছে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে, সংস্থা খুব শিগগিরই এই এই বাইকটি লঞ্চ করতে পারে। নতুন মডেলটি শুধুমাত্র ডিজাইনে পরিবর্তন পায়নি, বরং এতে নতুন ফিচার, উন্নত ইঞ্জিন টিউন এবং আরও ভালো পারফরম্যান্স যুক্ত করা হয়েছে।

ইঞ্জিন ও পারফরম্যান্স


বিজ্ঞাপন


কাওয়াসাকির নতুন জেড৯০০ মডেলে ৯৪৮ সিসি, ইনলাইন-ফোর, লিকুইড-কুলড ইঞ্জিন ব্যবহার করেছে। যদিও ইঞ্জিনের মূল কাঠামো অপরিবর্তিত রয়েছে, তবে এতে নতুন ইসিইউ যুক্ত করা হয়েছে, যা পাওয়ার ডেলিভারিকে আরও মসৃণ ও লিনিয়ার করেছে। এছাড়াও, ইগনিশন টাইমিং পরিবর্তন করে কোম্পানি এই বাইকের জ্বালানি দক্ষতা ১৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে। পাশাপাশি, কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানো হয়েছে এবং নিম্ন আরপিএমের টর্কের উন্নতি ঘটানো হয়েছে, যা শহুরে রাস্তার জন্য আরও উপযোগী।

নতুন বাইকটির ইঞ্জিন ৯,৫০০ আরপিএম গতিতে ১২২ বিএইচপি শক্তি এবং ৯৯ এনএম টর্ক প্রদান করে। এই শক্তিশালী ইঞ্জিন ৬-স্পিড ট্রান্সমিশন এর সঙ্গে যুক্ত। আরও উল্লেখযোগ্য সংযোজন হল কাওয়াসাকি কুইক শিফটার এবং একটি স্লিপ-অ্যাসিস্ট ক্লাচ, যা বাইকটির গিয়ার পরিবর্তনকে আরও দ্রুত এবং মসৃণ করে তোলে। এছাড়া, কুইকশিফটারকে এমনভাবে আপগ্রেড করা হয়েছে যাতে এটি কম আরপিএম-এও দক্ষতার সঙ্গে কাজ করে।

kawasaki

নতুন ফিচার ও প্রযুক্তি


বিজ্ঞাপন


কাওয়াসাকি এই নতুন মডেলে বেশ কিছু প্রিমিয়াম ফিচার সংযোজন করেছে। প্রথমবারের মতো স্ট্যান্ডার্ড ক্রুজ কন্ট্রোল যুক্ত করা হয়েছে, যা দীর্ঘ রাইডের জন্য অত্যন্ত সহায়ক। এছাড়াও, এতে ট্র্যাকশন কন্ট্রোল এবং মাল্টিপল রাইডিং মোড দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা স্পোর্ট, রেইন এবং রোড মোডের মধ্যে বেছে নিতে পারবেন। আরও একটি রাইডার মোড থাকবে, যা চালকের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করা যাবে।

নতুন ৫ ইঞ্চির টিএফটি কালার ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত করা হয়েছে, যেখানে টার্ন-বাই-টার্ন নেভিগেশন সুবিধা থাকবে। এই ফিচারটি ব্যবহার করতে হলে কাওয়াসাকির রাইডোলজি অ্যাপের মাধ্যমে বাইকের সাথে মোবাইল সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন: ট্রায়াম্ফ এক জোড়া এনডুরো মোটরসাইকেল আনল

ডিজাইনে গুরুত্বপূর্ণ বদল

কাওয়াসাকি নতুন জেড৯০০ মডেলের ডিজাইনে কিছু কসমেটিক আপগ্রেড করেছে, যা বাইকটিকে আরও অ্যাগ্রেসিভ লুক দিয়েছে। নতুন ডিজাইনে হেডলাইট ও টেললাইট পুনরায় ডিজাইন করা হয়েছে, যা আগের তুলনায় আরও শার্প এবং আকর্ষণীয়। এছাড়াও, অ্যালুমিনিয়াম ট্যাঙ্ক শ্রাউডের ডিজাইন পরিবর্তন করা হয়েছে। রাইডারদের জন্য কাওয়াসাকি এবার দুই ধরনের সিট হাইট অপশন দিচ্ছে – ৮১০ মিমি এবং ৮৩০ মিমি। ফলে, উচ্চতা অনুযায়ী রাইডাররা তাদের জন্য সুবিধাজনক অপশন বেছে নিতে পারবেন।

রঙের ক্ষেত্রে দুটি নতুন কালার স্কিম উপলব্ধ থাকবে – মেটালিক স্পার্ক ব্ল্যাক / মেটালিক কার্বন গ্রে / ইবনি গ্যাল্যাক্সি সিলভার / মেটালিক স্পার্ক ব্ল্যাক / ফ্যান্টম ব্লু।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন