শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিএফ মটোর এই বাইক হার মানাবে রয়েল এনফিল্ড হিমালয়ানকেও

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৫, ১০:৩০ এএম

শেয়ার করুন:

loading/img

চীনের সিএফ মটো নতুন অ্যাডভেঞ্চার বাইক আনছে। যার মডেল সিএফ মটো ৪৫০এমটি। এই বাইক পারফরমেন্সে কেটিএম এবং রয়েল এনফিল্ড হিমালয়ান মডেলকেও টেক্কা দেবে। 

৪৫০এমটি মডেলের বাইকটি একটি ৪৪৯ সিসি, প্যারালাল-টুইন, লিকুইড-কুলড ইঞ্জিন দ্বারা চালিত। যার ফেয়ারিং অর্ডার ২৭০-ডিগ্রি। এই ইঞ্জিন ৮,৫০০ আরপিএমে সর্বোচ্চ ৪৪ বিএইচপি শক্তি এবং ৬,২৫০ আরপিএমে ৪৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এতে ছয়-গতির গিয়ারবক্স সংযুক্ত রয়েছে, যা লং-রাইড এবং অফ-রোডিংয়ের জন্য বেশ কার্যকর হবে। এছাড়াও, মোটরসাইকেলের কার্ব ওজন ১৯৫ কেজি, যা একে সহজেই পরিচালনাযোগ্য করে তোলে।


বিজ্ঞাপন


ct

অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত হার্ডওয়্যার ও ফিচার

সিএফ মটোর নতুন বাইকে ২১-ইঞ্চির সামনের ও ১৮-ইঞ্চির পেছনের টিউবলেস স্পোক হুইল ব্যবহার করা হয়েছে, যা ডুয়েল-পারপাস টায়ার দ্বারা চালিত। এতে ২০০ মিমি সাসপেনশন ট্র্যাভেলসহ সম্পূর্ণভাবে অ্যাডজাস্টেবল কেওয়াইবি সাসপেনশন রয়েছে, যা অফ-রোডিংয়ের জন্য দুর্দান্ত হবে। ব্রেকিং সিস্টেমের জন্য ৩২০ মিমি ফ্রন্ট ডিস্ক ও ২৪০ মিমি রিয়ার ডিস্ক ব্যবহার করা হয়েছে, যেখানে জে ডট জুয়ান ক্যালিপার যুক্ত রয়েছে।

cf-motor


বিজ্ঞাপন


বাইকটিতে থাকছে ৫ ইঞ্চির ৫-ইঞ্চির কার্ভড টিএফটি রঙিন ডিসপ্লে, যা ব্লুটুথ সংযোগ সক্ষম এবং ওভার-দ্য-এয়ার (ওটিএ) আপডেট পাওয়ার সুবিধা দেয়। এছাড়াও, এতে সম্পূর্ণ এলইডি লাইটিং, সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল ও সুইচেবল ডুয়াল-চ্যানেল এবিএস রয়েছে, যা রাইডিংকে আরও নিরাপদ করে তোলে। সিটের উচ্চতা ৮২০ মিমি, তবে একে ৮০০ মিমিতে নামানো বা ৮৭০ মিমি পর্যন্ত বাড়ানো সম্ভব, যা বিভিন্ন ধরনের রাইডারদের জন্য সুবিধাজনক হবে।

প্রসঙ্গত, বাইকটির লঞ্চ ভারতের অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের জন্য একটি বড় আপডেট হতে পারে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub