মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

মারুতি সুজুকির এই বৈদ্যুতিক গাড়ি এক চার্জে চলবে ৫০০ কিমি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৩ এএম

শেয়ার করুন:

loading/img

জাপান ও ভারতের যৌগ উদ্যোগে প্রতিষ্ঠিত কোম্পানি মারুতি সুজুকি নতুন বৈদ্যুতিক গাড়ি আনছে। এই গাড়ির মডেল মারুতি সুজুকি ই ভিটেরা। সম্প্রতি ভারতের এই গাড়ির টিজার প্রকাশ করেছে কোম্পানি।  

এই ইলেকট্রিক এসইউভি মডেলটি প্রথমবার ২০২৪ সালের নভেম্বরে ইতালিতে উন্মোচিত হয়েছিল। সম্প্রতি ভারত মোবিলিটি গ্লোবাল অটো এক্সপো ২০২৫-এ ভারতীয় দর্শকদের সামনে আনা হয়েছে। তবে এখন সংস্থা এই গাড়ির ব্যাটারি, রেঞ্জ ও গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বৈশিষ্ট্য প্রকাশ করেছে। চলুন সেগুলি দেখে নেওয়া যাক।


বিজ্ঞাপন


মারুতি সুজুকি ই ভিটেরা গাড়ির ব্যাটারি ও পারফরম্যান্স

মারুতি সুজুকি নিশ্চিত করেছে যে ই ভিটেরা সম্পূর্ণ চার্জে ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। এই ইলেকট্রিক এসইুভি দুই ধরনের ব্যাটারি প্যাক উপলব্ধ থাকবে—একটি ৪৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি এবং আরেকটি ৬১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। ছোট ব্যাটারি প্যাকের মাধ্যমে ১৪২ বিএইচপি শক্তি ও ১৮৯ এনএম টর্ক পাওয়া যাবে এবং এটি শুধুমাত্র ২ ডব্লিউডি ভ্যারিয়েন্টের জন্য প্রযোজ্য। অন্যদিকে, ৬১ কিলোওয়াট আওয়ার ব্যাটারিটি ১৭২ বিএইচপি শক্তি উৎপাদন করতে পারবে, যার ফলে গাড়ির ক্ষমতা আরও বেশি থাকবে।

আরও পড়ুন: বিওয়াইডি হাইব্রিড ইলেক‌ট্রিক গা‌ড়ি আনল, দাম ৬৩ লাখ

অত্যাধুনিক ফিচার ও নিরাপত্তা ব্যবস্থা


বিজ্ঞাপন


মারুতি সুজুকির ই ভিটেরার কেবিনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি ডুয়াল-টোন ইন্টেরিয়র সহ স্কয়ারড-অফ ডিজাইন যুক্ত একটি উন্নত এসইউভি। এর ড্যাশবোর্ড ও এয়ার ভেন্টে ফিউচারিস্টিক ডিজাইন রাখা হয়েছে, যা একে একটি প্রিমিয়াম ফিলিং দেয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, ডুয়েল ইন্টিগ্রেটেড স্ক্রিন, যেখানে একটি ইনফোটেইনমেন্ট সিস্টেম ও অপরটি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে হিসেবে কাজ করবে। স্টিয়ারিং হুইলটিও দুই-স্পোক ডিজাইনে তৈরি করা হয়েছে।

vitara-pic

ইলেকট্রিক এসইউভিটি অত্যাধুনিক ফিচার দিয়ে সজ্জিত, যার মধ্যে রয়েছে ১০.১ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম, যার সঙ্গে ওয়্যারলেস অ্যাপল কাল প্লে ও অ্যানড্রয়েড অটো সংযুক্ত করা যাবে। এছাড়াও, এতে প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট, স্বয়ংক্রিয় ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস চার্জার, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং কানেক্টেড কার প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে।

নিরাপত্তার দিক থেকেও ই ভিটেরাতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এটি লেভেল টু এডিএএস প্রযুক্তি সমর্থন করবে, যা উন্নত সেফটি ফিচার প্রদান করবে। অন্যান্য সুরক্ষা বৈশিষ্ট্যের মধ্যে সাতটি এয়ারব্যাগ, সামনের ও পেছনের পার্কিং সেন্সর, এবিএসসহ ইবিডি, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং অটো-হোল্ড ফিচার সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক রয়েছে।

আধুনিক ডিজাইন ও অ্যারোডাইনামিক স্টাইল

মারুতি সুজুকির ই ভিটেরা মূলত ২০২৩ অটো এক্সপোতে প্রদর্শিত ইভিএক্স কনসেপ্টের প্রোডাকশন ভার্সন। এই বৈদ্যুতিক এসইউভির ডিজাইন অত্যন্ত আক্রমণাত্মক ও আধুনিক। সামনের দিকে ওয়াই-শেপড থ্রি-পিস এলইডি ডিআরএল যুক্ত হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, যা ইভিএক্সে কনসেপ্টের ডিজাইন অনুসরণ করে তৈরি। এছাড়াও, কালো রঙের বাম্পার, ইন্টিগ্রেটেড ফগ ল্যাম্প এবং সিলভার স্কিড প্লেট এসইউভিটিকে আরও রাফ ও মজবুত লুক দিয়েছে।

গাড়িটির সাইড প্রোফাইলে ১৮-১৯ ইঞ্চি অ্যালয় হুইল (ভ্যারিয়েন্ট অনুযায়ী পরিবর্তনশীল), বডি ক্ল্যাডিং ও সি-পিলারে রিয়ার ডোর হ্যান্ডল ডিজাইন রাখা হয়েছে। পেছনের দিকে কানেক্টেড এলইডি টেল লাইট, শার্ক ফিন অ্যান্টেনা এবং স্পোর্টি লুকের জন্য ছাদে স্পয়লার যুক্ত করা হয়েছে।

দাম ও লঞ্চের সম্ভাব্য সময়

মারুতি সুজুকি এখনও ই ভিটেরার আনুষ্ঠানিক দাম ঘোষণা করেনি, তবে আশা করা হচ্ছে এর মূল্য ১৭ লাখ থেকে ২৬ লাখ রুপির (এক্স-শোরুম) মধ্যে থাকবে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub